শিক্ষককে শোকজের প্রতিবাদে মিছিল কামদুনির

পারিবারিক বিপর্যয় কাটিয়ে উঠে পরীক্ষায় বসলেন কামদুনিতে নিহত ছাত্রীর দাদা। অন্যদিকে, কামদুনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শো-কজের প্রতিবাদে মিছিল করলেন গ্রামের মহিলা থেকে পড়ুয়ারা৷

Updated By: Jun 24, 2013, 08:11 PM IST

পারিবারিক বিপর্যয় কাটিয়ে উঠে পরীক্ষায় বসলেন কামদুনিতে নিহত ছাত্রীর দাদা। অন্যদিকে, কামদুনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শো-কজের প্রতিবাদে মিছিল করলেন গ্রামের মহিলা থেকে পড়ুয়ারা৷
কামদুনির কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে ১৩ তারিখ এলাকায় মিছিল করে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা৷ মিছিলে হেঁটেছিলেন স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়৷ এই অপরাধেই গত শনিবার তাঁকে শো-কজ করা হয়৷ এলাকায় জনপ্রিয় এই প্রধানশিক্ষক দাবি করেন, স্কুল ছুটির পর তিনি মিছিলে হেঁটেছেন মাত্র৷ কোনও মিছিলের আয়োজন করেননি৷
পারিবারিক বিপর্যয় কাটিয়ে উঠে পরীক্ষায় বসলেন কামদুনিতে নিহত ছাত্রীর দাদা। বিএডের ছাত্র ওই যুবকের সিট পড়েছিল গোবরডাঙার হিন্দু কলেজে। কামদুনিকাণ্ডের পর তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অনুরোধ করেন, এই মানসিক অবস্থায় তাঁর বাড়ি থেকে বহু দূরে গোবরডাঙায় পরীক্ষা দিতে যাওয়া সম্ভব নয়। বাড়ির কাছাকাছি কোনও কেন্দ্রে তাঁর পরীক্ষার ব্যবস্থা করুক সরকার। এই আবেদনের পর কামদুনি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে তাঁর পরীক্ষার ব্যবস্থা হয়। আজ ছিল জীবনশৈলি পরীক্ষা। পরীক্ষা শেষে ছাত্রীর দাদা জানিয়েছেন, পরীক্ষা ভালই হয়েছে।   

আজ ফের কামদুনি গেলেন পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডে নিগৃহীতা সুজেট। বাড়ি গিয়ে  কথা বললেন নিহত ছাত্রীর মায়ের সঙ্গে। সুজেটের বিশ্বাস, দোষীদের শাস্তি হবেই। নিহত ছাত্রীর মাকে  সুজেট ধৈর্য ধরার পরামর্শ দিলেন ।

.