মুখ্যমন্ত্রীর নামে ভুয়ো ফোন মহকুমাশাসকের ফোনে

মুখ্যমন্ত্রীর নামে ভুয়ো ফোন এলো কাটোয়ার মহকুমাশাসকের ফোনে। মহকুমাশাসক প্রশান্ত কুমার গুহকে ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে নির্দেশ দেওয়া হয়, একটি নির্দিষ্ট মামলায় অভিযুক্তরা যেন জামিন না পায়। বিষয়টি তিনি কাটোয়া আদালতের সরকারি আইনজীবীকে জানান।

Updated By: Apr 16, 2012, 11:51 AM IST

মুখ্যমন্ত্রীর নামে ভুয়ো ফোন এলো কাটোয়ার মহকুমাশাসকের ফোনে। মহকুমাশাসক প্রশান্ত কুমার গুহকে ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে নির্দেশ দেওয়া হয়, একটি নির্দিষ্ট মামলায় অভিযুক্তরা যেন জামিন না পায়। বিষয়টি তিনি কাটোয়া আদালতের সরকারি আইনজীবীকে জানান। তাঁর সন্দেহ হওয়ায়, ওই সরকারি আইনজীবী মহকুমাশাসককে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ফের ফোন করার পরামর্শ দেন। তখনই জানা যায়, মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে আদৌ এমন কোনও নির্দেশ নেই।
যে নম্বরটি থেকে ফোন করা হয়েছিল মহকুমাশাসকের ফোনে, সেই নম্বরটিও সচিবালয়ের নয় বলেই জানানো হয়। ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহকুমাশাসক। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

.