ঘোলা থানার মহিলা পুলিস কর্মীদের কী সইতে হল জানুন

লম্পটদের হাতে হেনস্থা। চুপ করে না থেকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে স্থানীয় বাসিন্দাদের গালিগালাজ। সবই সইতে হল ঘোলা থানার মহিলা পুলিস কর্মীদের। প্রকাশ্যে মদ খাওয়ার জন্য চার যুবককে গ্রেফতার করে পুলিস। ধৃতদের নাম রিন্টু রায়, বাপি চৌধুরী, সনু চন্দ এবং নারায়ণ দাস। থানায় ঢোকানোর সময় ওই চার লম্পট মহিলা পুলিসকর্মীদের শ্লীলতাহানি করে বলে অভিযোগ।

Updated By: Dec 26, 2016, 04:16 PM IST
ঘোলা থানার মহিলা পুলিস কর্মীদের কী সইতে হল জানুন

ওয়েব ডেস্ক: লম্পটদের হাতে হেনস্থা। চুপ করে না থেকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে স্থানীয় বাসিন্দাদের গালিগালাজ। সবই সইতে হল ঘোলা থানার মহিলা পুলিস কর্মীদের। প্রকাশ্যে মদ খাওয়ার জন্য চার যুবককে গ্রেফতার করে পুলিস। ধৃতদের নাম রিন্টু রায়, বাপি চৌধুরী, সনু চন্দ এবং নারায়ণ দাস। থানায় ঢোকানোর সময় ওই চার লম্পট মহিলা পুলিসকর্মীদের শ্লীলতাহানি করে বলে অভিযোগ।

আরও পড়ুন দুর্নীতির শেষের শুরু, জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

তারপর ওই চারজনকে ছাড়াতে এলাকাবাসীর দৌরাত্ম্য। স্থানীয় কয়েকজন থানায় এসে অন ডিউটি পুলিসকর্মী সুলতা দেবনাথের উদ্দেশে গালিগালাজ করে বলে অভিযোগ। যদিও, অভিযুক্ত চারজনকে ছাড়েনি পুলিস। 

আরও পড়ুন  বীরুর টুইটের জবাবে নিজের বাবাকে নিয়ে মজাদার টুইট অঙ্গদ বেদীর!

.