জমি দখল নিয়ে উত্তপ্ত ভাঙর, নিশানায় তৃণমূল নেতা আরাবুল

জোর করে জমি দখলের অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ। বিক্ষোভ গ্রামবাসীদের। উত্তপ্ত ভাঙর।  বন্ধ যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিসবাহিনী। সূত্রপাত মাছিডাঙায় ৩০০ কেবির পাওয়ার গ্রিড তৈরি ঘিরে। ২০১৩-য় গ্রিড তৈরির সিদ্ধান্ত নেয় কেন্দ্র। গ্রামবাসীদের অভিযোগ, শুরুতেই তাঁদের ভুল বুঝিয়ে জমি নেওয়া হয়। তাঁদের নিশানায় স্থানীয় তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তিনবছর পর বিদ্যুতের খুঁটি পোতার কাজ শুরু হতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামের মানুষ। তাঁদের অভিযোগ, হাই টেনশন বিদ্যুতের তার কৃষিজমির ওপর দিয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। শক লাগছে এলাকার মানুষের। নষ্ট হচ্ছে জমির ফসল। অবিলম্বে জমির ওপর থেকে তার সরিয়ে নিতে হবে। এই দাবিতেই আজ সকাল থেকে কাশীপুরের রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন বাসিন্দারা। বন্ধ হয়ে যায় যান চলাচল। 

Updated By: Jan 11, 2017, 05:19 PM IST
জমি দখল নিয়ে উত্তপ্ত ভাঙর, নিশানায় তৃণমূল নেতা আরাবুল

ওয়েব ডেস্ক: জোর করে জমি দখলের অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ। বিক্ষোভ গ্রামবাসীদের। উত্তপ্ত ভাঙর।  বন্ধ যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিসবাহিনী। সূত্রপাত মাছিডাঙায় ৩০০ কেবির পাওয়ার গ্রিড তৈরি ঘিরে। ২০১৩-য় গ্রিড তৈরির সিদ্ধান্ত নেয় কেন্দ্র। গ্রামবাসীদের অভিযোগ, শুরুতেই তাঁদের ভুল বুঝিয়ে জমি নেওয়া হয়। তাঁদের নিশানায় স্থানীয় তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তিনবছর পর বিদ্যুতের খুঁটি পোতার কাজ শুরু হতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামের মানুষ। তাঁদের অভিযোগ, হাই টেনশন বিদ্যুতের তার কৃষিজমির ওপর দিয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। শক লাগছে এলাকার মানুষের। নষ্ট হচ্ছে জমির ফসল। অবিলম্বে জমির ওপর থেকে তার সরিয়ে নিতে হবে। এই দাবিতেই আজ সকাল থেকে কাশীপুরের রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন বাসিন্দারা। বন্ধ হয়ে যায় যান চলাচল। 

.