লাভপুর গণধর্ষণ কাণ্ড: দোষীদের ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

Updated By: Sep 20, 2014, 08:20 PM IST
লাভপুর গণধর্ষণ কাণ্ড: দোষীদের ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

বীরভূম: লাভপুর গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত তেরো জনকে কুড়ি বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দিল বোলপুর আদালত। একইসঙ্গে দোষীদের পাঁচ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড। নির্যাতিতার পরিবারের বক্তব্য, দোষীদের আরও কড়া শাস্তি হলে ভাল হত।     আটমাসের মাথায় লাভপুর গণধর্ষণকাণ্ডে সাজা ঘোষণা করল বোলপুর আদালত। অভিযুক্ত তেরো জনের বিরুদ্ধে তিনশো তেইশ ধারায় ইচ্ছাকৃতভাবে মারধর  করা, তিনশো বিয়াল্লিশ ধারায় বেআইনিভাবে আটকে রাখা এবং তিনশো ছিয়াত্তর-ডি ধারায় গণধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে।

এ বছর ২০ জানুয়ারি লাভপুর থানার সুবলপুর গ্রামে গণধর্ষণের শিকার হন এক আদিবাসী তরুণী। ভিন্ন সম্প্রদায়ের এক যুবকের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে গ্রামের সালিশিসভাই ওই তরুণীকে গণধর্ষণের নিদান দেয়। এরপর গ্রামেরই কয়েকজন  ধর্ষণ করে ওই তরুণীকে। এ ঘটনায় তেরো জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই তরুণী।
এদিন আদালত সাজাপ্রাপ্তদের পরিবারের দেখভালের দায়িত্ব সঁপেছে জেলা প্রশাসনের ওপর।   

ঘটনার পর থেকে গ্রামছাড়া নির্যাতিতা তরুণী। অভিযুক্তরা সাজা পেলেও নিরাপত্তার অভাবে আজও তাঁর বাড়ি ফেরা অনিশ্চিত ।    

 

.