ত্রিশঙ্কু মালদায় বিরোধী আসনে বামেরা

মালদা জেলা পরিষদে বিরোধী আসনে বসবে বামফ্রন্ট। জানিয়ে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তবে, উত্তর দিনাজপুরে বোর্ড গঠনে প্রতিদ্বন্দ্বিতা করবে বামফ্রন্ট। অন্যদিকে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, উত্তর দিনাজপুরে তারা বিরোধী আসনে বসবে।

Updated By: Aug 6, 2013, 10:34 PM IST

মালদা জেলা পরিষদে বিরোধী আসনে বসবে বামফ্রন্ট।  জানিয়ে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তবে, উত্তর দিনাজপুরে বোর্ড গঠনে প্রতিদ্বন্দ্বিতা করবে বামফ্রন্ট। অন্যদিকে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, উত্তর দিনাজপুরে তারা বিরোধী আসনে বসবে।
তৃণমূলের সঙ্গে কোনওভাবেই যে তারা জোটে যাবে না তাও স্পষ্ট করে দিয়েছেন এআইসিসি নেতা শাকিল আহমেদ খান। বাম ও কংগ্রেসের অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। আসন সমঝোতা করে লড়াই না করলেও ভোটের পর দু দলের কাছাকাছি আসার কোনও ইঙ্গিত কিনা তা নিয়েও সরগরম রাজনৈতিক মহল।

.