ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়েই বিরোধী ইনিংস শুরু করল বামেরা

ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়েই বিরোধী ইনিংস শুরু করল বামেরা। রেলের হকার উচ্ছেদের বিরোধিতা করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে সাধুবাদ জানালেন সুজন চক্রবর্তী। নয়া হকার নীতি চালুর জন্যও মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন বাম পরিষদীয় নেতা। অশান্তিই মিলিয়ে দিল বিবদমান দুই পক্ষকে। হকার উচ্ছেদের বিরোধিতায় রাজ্যের অবস্থানের প্রশংসা করল বামেরা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠিও দিয়েছেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। একইসঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন বারুইপুর স্টেশনের যা ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা নয়।

Updated By: Jun 6, 2016, 09:13 PM IST
ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়েই বিরোধী ইনিংস শুরু করল বামেরা

ওয়েব ডেস্ক: ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়েই বিরোধী ইনিংস শুরু করল বামেরা। রেলের হকার উচ্ছেদের বিরোধিতা করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে সাধুবাদ জানালেন সুজন চক্রবর্তী। নয়া হকার নীতি চালুর জন্যও মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন বাম পরিষদীয় নেতা। অশান্তিই মিলিয়ে দিল বিবদমান দুই পক্ষকে। হকার উচ্ছেদের বিরোধিতায় রাজ্যের অবস্থানের প্রশংসা করল বামেরা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠিও দিয়েছেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। একইসঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন বারুইপুর স্টেশনের যা ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা নয়।

বামেদের হিসেব অনুযায়ী রাজ্যের রেল স্টেশনগুলিতে রয়েছেন মোট পঞ্চাশ হাজার হকার কোনও রক্ষাকবচ না থাকায় প্রতিনিয়ত রেলের হেনস্থার শিকার হন হকাররা ।রেলমন্ত্রী থাকাকালীন বাজেটে হকার নীতি তৈরির ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, তিনি মন্ত্রক ছাড়ার পর সেই প্রস্তাব ফাইলবন্দি হয়েই পড়ে রয়েছে। বামেদের অনুরোধ, রাজ্যের রেলস্টেশনগুলির জন্য হকারনীতি তৈরির উদ্যোগ নিন মুখ্যমন্ত্রী।কেন্দ্রীয় সরকারের অধীর রেলের জন্য হকার নীতি তৈরি করতে পারে না রাজ্য। সেকথা বামেরাও জানেন। তাঁরা আশা করছেন, রাজ্য সর্বসম্মত হকার নীতি গ্রহণ করলে তা পরোক্ষে চাপ সৃষ্টি করবে রেলের ওপর।

.