মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সাত্তোরের নির্যাতিতার সঙ্গে দেখা করল বাম প্রতিনিধি দল

Updated By: Jul 10, 2015, 08:35 PM IST
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সাত্তোরের নির্যাতিতার সঙ্গে দেখা করল বাম প্রতিনিধি দল

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে সাত্তোরের নির্যাতিতার সঙ্গে দেখা করল বাম প্রতিনিধিদল। সিউড়ি সংশোধনাগারে নির্যাতিতার সঙ্গে দেখা করলেন দুররাজপুর এবং ময়ূরেশ্বরের সিপিএম বিধায়ক বিজয় বাগদি ও অশোক রায়। গতকাল বাম প্রতিনিধিদলকে নির্যাতিতার সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি সিউড়ি জেল কর্তৃপক্ষ।

অনুমতি চেয়ে মুখ্যমন্ত্রীকে ফোন করেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের আজ সিউড়ি যেতে বলেন। সেই মতোই বাম প্রতিনিধিদল দেখা করল সাত্তোরের নির্যাতিতার সঙ্গে। অন্যদিকে সিউড়ি জেলা আদালতে আজ কেস ডায়েরি জমা দিয়েছে পাড়ুই থানার পুলিস। আদালতে উপস্থিত আছেন তদন্তকারী অফিসার প্রবীর ঘোষ।

.