শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে বামেরা

তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য নির্বাচন কমিশনে নালিশ জানাল বামেরা। ২৫ নভেম্বর পূর্ব মেদিনীপুরের কামারদার একটি সভায় শুভেন্দু অধিকারী হুমকি দেন, খেজুরিতে  নিষিদ্ধ থাকবে সিপিআইএম। জায়গা হবে না কংগ্রেস-বিজেপি কোনও দলেরই। খেজুরিতে পঞ্চায়েত ভোট তিনিই করাবেন। এধরনের হুমকির প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জানাল বাম প্রতিনিধি দল।

Updated By: Dec 6, 2012, 08:31 AM IST

তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য নির্বাচন কমিশনে নালিশ জানাল বামেরা। ২৫ নভেম্বর পূর্ব মেদিনীপুরের কামারদার একটি সভায় শুভেন্দু অধিকারী হুমকি দেন, খেজুরিতে  নিষিদ্ধ থাকবে সিপিআইএম। জায়গা হবে না কংগ্রেস-বিজেপি কোনও দলেরই। খেজুরিতে পঞ্চায়েত ভোট তিনিই করাবেন। এধরনের হুমকির প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জানাল বাম প্রতিনিধি দল।
সাংসদ শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারিকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। পঞ্চায়েত ভোটের আগে তমলুকের সাংসদের গলায় এধরণের মন্তব্যের জেরে রীতিমতো আলোড়ন পড়ে যায় রাজনৈতিক মহলে। এবার এই ইস্যুতেই রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানাল বামেরা। রাজ্য নির্বাচন কমিশনার মীরা পান্ডের কাছে এবিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বাম প্রতিনিধিরা। 
বাম প্রতিনিধিদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। ভয় দেখানো হচ্ছে রাজনৈতিক কর্মীদের। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর এই ধরনের মন্তব্য তাতে ইন্ধন যোগাবে বলেই মনে করছেন বামেরা।

.