আসছে মহাসেন, সতর্কতা বঙ্গ উপকূলে

ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। গতিপথ পরিবর্তন করে আগামীকাল রাতে বাংলাদেশের চট্টগ্রামে আছড়ে পড়তে পারে মহাসেন। এর জেরে বাংলাদেশ লাগোয়া দুই ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

Updated By: May 15, 2013, 09:07 PM IST

ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। গতিপথ পরিবর্তন করে আগামীকাল রাতে বাংলাদেশের চট্টগ্রামে আছড়ে পড়তে পারে মহাসেন। এর জেরে বাংলাদেশ লাগোয়া দুই ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এ রাজ্যের উপকূল এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আজ দুপুরে ঘূর্ণিঝড় মহাসেনের অবস্থান ছিল কলকাতা থেকে ছশো কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের ওপর।  

.