মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে রেকর্ড ভিড় পুণ্যার্থীদের
মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলায় মানুষের ঢল নামল। বিকেল পর্যন্ত পুণ্যস্নানের সময় থাকায়, বেলার দিকেও এলেন প্রচুর পুণ্যার্থী। প্রশাসনের দাবি, এবার অন্যবারের রেকর্ড ছাপিয়ে গিয়েছে মেলায় আসা পুণ্যার্থীর সংখ্যা।
মকর স্নান শুরু হয়েছিল বুধবার বিকেল থেকেই। তবে মকর সংক্রান্তির সকালে সাগরে পুণ্যস্নানে মানুষের ঢল নামল। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চলল পুণ্যস্নান। চলল কপিলমুনির আশ্রমে পুজো দেওয়া। কুম্ভ বা অর্ধকুম্ভ না থাকায় এ বছর রেকর্ড ভিড় হয়েছিল গঙ্গাসাগরে। দূরদূরান্ত থেকে এসেছিলেন পুণ্যার্থীরা। প্রশাসনের আশঙ্কা ছিল, কুড়ি লক্ষ ছুঁয়ে যাবে পুণ্যার্থীর সংখ্যা। প্রায় সেই সংখ্যকই পুণ্যার্থী এল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। মেলা সুষ্ঠু করতে গঙ্গাসাগরে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রীরা। ছিলেন রাজ্য প্রশাসনের কর্তারাও। পুণ্যস্নান পর্ব সুষ্ঠু হওয়ার পর খুশি প্রশাসন। খুশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও। এবছরই প্রথম পুলিসের সঙ্গে হাতে হাত মিলিয়ে তাঁরা সামলালেন পুণ্যার্থীদের ভিড়।