রণক্ষেত্র মালদহ কলেজ
টুকলিতে বাধা দেওয়ায় রণক্ষেত্রের চেহারা নিল মালদা কলেজ। আজ ওই কলেজে পরীক্ষার সিট পড়েছিল কালিয়াচক কলেজ ও গৌর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের। পরীক্ষা ছিল ফিজিক্স এবং সোশিওলজির। অভিযোগ, পরীক্ষা চলাকালীন টুকলির চেষ্টা হলে বাধা দেন শিক্ষকেরা।
মালদহ: টুকলিতে বাধা দেওয়ায় রণক্ষেত্রের চেহারা নিল মালদা কলেজ। আজ ওই কলেজে পরীক্ষার সিট পড়েছিল কালিয়াচক কলেজ ও গৌর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের। পরীক্ষা ছিল ফিজিক্স এবং সোশিওলজির। অভিযোগ, পরীক্ষা চলাকালীন টুকলির চেষ্টা হলে বাধা দেন শিক্ষকেরা।
এরপরেই অশান্তি ছড়ায় কলেজে। উত্তেজিত পরীক্ষার্থীরা ভাঙচুর চালায় কলেজে। ঘেরাও করে হেনস্থা করা হয় কলেজের অধ্যক্ষকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় পুলিস। কলেজে পৌছন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও। তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখায় পরীক্ষার্থীরা। পরে মন্ত্রীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তবে বাতিল হয়েছে এদিনের পরীক্ষা।