আজ মালদায় তৃণমূলে যোগ দিচ্ছেন কংগ্রেস ও বাম শিবিরের চোদ্দজন জেলা পরিষদ সদস্য

আজ মালদা সারাদিন সরগরম। রাজনৈতিক কারণেই। কারণ, ইতিমধ্যে মালদহ জেলা পরিষদ দখল করছে তৃণমূল কংগ্রেস। আজই তৃণমূলে যোগ দিচ্ছেন কংগ্রেস ও বাম শিবিরের চোদ্দজন জেলা পরিষদ সদস্য। সেই তালিকায় রয়েছেন জেলা সভাধিপতিও। মালদা জেলা পরিষদের মোট আসন আটত্রিশ। সেখানে ম্যাজিক ফিগার কুড়ি।

Updated By: Aug 22, 2016, 12:52 PM IST
আজ মালদায় তৃণমূলে যোগ দিচ্ছেন কংগ্রেস ও বাম শিবিরের চোদ্দজন জেলা পরিষদ সদস্য

ওয়েব ডেস্ক: আজ মালদা সারাদিন সরগরম। রাজনৈতিক কারণেই। কারণ, ইতিমধ্যে মালদহ জেলা পরিষদ দখল করছে তৃণমূল কংগ্রেস। আজই তৃণমূলে যোগ দিচ্ছেন কংগ্রেস ও বাম শিবিরের চোদ্দজন জেলা পরিষদ সদস্য। সেই তালিকায় রয়েছেন জেলা সভাধিপতিও। মালদা জেলা পরিষদের মোট আসন আটত্রিশ। সেখানে ম্যাজিক ফিগার কুড়ি।

আরও পড়ুন অলিম্পিকের জন্যই আজ চোখের কোণে জল চিকচিক

কিন্তু, কয়েকদিন আগেই বাম সদস্য দীপালি বিশ্বাস পদত্যাগ করেছেন। সেক্ষেত্রে কার্যকরী আসন সংখ্যা কমে হবে সাঁইত্রিশ। ম্যাজিক ফিগার উনিশ। তৃণমূলের সদস্য সংখ্যা ছয়। চোদ্দজন বাম ও কংগ্রেস সদস্য দলবদল করায় তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হবে কুড়ি।

আরও পড়ুন  ইমতিয়াজ আলির ফিল্মে প্রাগে শুটিং শুরু করলেন শাহরুখ খান

 

.