মালদায় চলন্ত বাসে ডাকাতি
দিনে দুপুরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাস ডাকাতি। আগ্নেয়াস্ত্র দেখিয়ে যাত্রীদের সর্বস্ব লুঠ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার বেলা ১২ নাগাদ মালদার জালালপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। চালককে মারধরও করা হয়। এই ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
দিনে দুপুরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাস ডাকাতি। আগ্নেয়াস্ত্র দেখিয়ে যাত্রীদের সর্বস্ব লুঠ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার বেলা ১২ নাগাদ মালদার জালালপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। চালককে মারধরও করা হয়। এই ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কালিয়াচকের কাছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বহরমপুর-জলপাইগুড়ি রুটের বাসটিতে যাত্রী সেজে ওঠে ১০ থেকে ১২ জন দুষ্কৃতী। যাত্রীরা জানিয়েছেন, জালালপুরের ডাঙা এলাকায় চালককে অস্ত্র দেখিয়ে বাস থামাতে বাধ্য করে ডাকাতরা। দুই যাত্রীর কাছ থেকে ৯০ হাজার ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। ভয় দেখিয়ে অন্য যাত্রীদেরও সর্বস্ব লুঠ করা হয়। মিনিট কুড়ি অবাধে লুঠপাট চালিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ডাকাতির ঘটনায় আতঙ্কিত পরিবহণ সংস্থার কর্মীরা যথাযথ নিরাপত্তার দাবি জানিয়েছেন। ডাকাতির সময় জাতীয় সড়কে পুলিসের কোনও টহলদারি গাড়ি চোখে পড়েনি বলে অভিযোগ আক্রান্ত যাত্রীদের। ফলে, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।