মালদার জেলাশাসকের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এনভিএফ কর্মীর

এসি মেশিনের সুইচ কোথায় বুঝতে পারেননি। অপরাধ বলতে এটুকুই। সেই অপরাধেই এক এনভিএফ কর্মীকে তিন ঘণ্টা বাথরুমে আটকে রাখার অভিযোগ উঠল মালদার জেলাশাসকের বিরুদ্ধে। ঘটনার কথা জানিয়ে পুলিস সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই এনভিএফ কর্মী।

Updated By: May 10, 2012, 10:52 AM IST

এসি মেশিনের সুইচ কোথায় বুঝতে পারেননি। অপরাধ বলতে এটুকুই। সেই অপরাধেই এক এনভিএফ কর্মীকে তিন ঘণ্টা বাথরুমে আটকে রাখার অভিযোগ উঠল মালদার জেলাশাসকের বিরুদ্ধে। ঘটনার কথা জানিয়ে পুলিস সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই এনভিএফ কর্মী।  
স্বামী মারা যাওয়ায় তাঁর চাকরিটা পেয়েছিলেন মালদার হবিবপুরের বাসিন্দা পার্বতী হালদার। ভাবতে পারেননি চাকরিতে যোগ দেওয়ার কয়েকমাসের মধ্যেই জেলাশাসকের কাছ থেকে এমন অমানবিক ব্যবহার পাবেন। অভিযোগ, এসি মেশিনের সুইচ কোথায় বুঝতে না পারায় জেলাশাসক অর্চনাদেবী তাঁকে তিন ঘণ্টা বাথরুমে আটকে রাখেন।
ইতিমধ্যেই অর্চনাদেবীর বিরুদ্ধে পুলিস সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন পার্বতী হালদার। গেছেন এনভিএফ অ্যাসোসিয়েশনের কাছেও। বুধবারের ঘটনার প্রতিবাদে এনভিএফের পক্ষ থেকেও পুলিস সুপারের কাছে যাওয়া হচ্ছে। এর আগেও অর্চনাদেবী এনভিএফ কর্মীদের নানাভাবে হেনস্থা করেছেন বলে অভিযোগ। এর আগে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক থাকাকালীন অর্চনাদেবীর বিরুদ্ধে দুর্ব‌্যবহারের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছিলেন সরকারি কর্মচারিরা।

.