মালদহে এবার মিথ ভূমিপূত্র ইস্যু

এবারই মালদায় ভোটের রাজনীতিতে প্রথম তৃণমূল কংগ্রেস। কোতায়ালি পরিবারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাস রাজনীতিতে আনকোড়া সৌমিত্র রায়, মোয়াজ্জিম হুসেন। এঁরা দুজনেই তুলে ধরছেন ভূমিপুত্র সেন্টিমেন্ট। কিন্তু গণি মিথকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে মমতার ম্যাজিক?

Updated By: Mar 21, 2014, 02:36 PM IST

এবারই মালদায় ভোটের রাজনীতিতে প্রথম তৃণমূল কংগ্রেস। কোতায়ালি পরিবারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাস রাজনীতিতে আনকোড়া সৌমিত্র রায়, মোয়াজ্জিম হুসেন। এঁরা দুজনেই তুলে ধরছেন ভূমিপুত্র সেন্টিমেন্ট। কিন্তু গণি মিথকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে মমতার ম্যাজিক?

মালদা উত্তরে তৃণমূল প্রার্থী ভূমি ব্যান্ডের গায়ক সৌমিত্র রায়। আর মালদা দক্ষিণে চিকিত্সক মোয়াজ্জিম হুসেন। দুই প্রার্থীই বলছেন, সক্রিয় রাজনীতিতে আগে তাঁরা ছিলেন না। কিন্তু তাঁদের পরিবারে কেউ না কেউ রাজনীতি করেছেন। পাশাপাশি তাঁরা তুলে ধরছেন ভূমিপুত্র সেন্টিমেন্ট। তবে রাজনীতিতে এলেও আপাতত নিজেদের পেশা ছাড়তে নারাজ দুই প্রার্থীই।

চিরকালই কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত মালদা জেলা। জেলার রাজনীতিকে নিয়ন্ত্রণ করে এসেছে বরকত গণি খানের পরিবার। সেই মালদা জেলায় এবারই প্রথম প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস। আর গণি পরিবারের দুই সদস্যের বিপরীতে দুই অরাজনৈতিক ব্যক্তিত্ব। তবে কোতোয়ালির পরিবারকে তেমনভাবে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের দুই অরাজনৈতিক প্রার্থীই।

.