লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে আদিবাসী মন জয়ের লক্ষ্যে প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে আদিবাসীদের মন জয় করার চেষ্টাকরলেন মুখ্যমন্ত্রী। পাট্টা দেওয়া থেকে কলেজ, হাসপাতাল , গড়ে তোলা। শিক্ষায়-চাকরিতে সংরক্ষণের প্রতিশ্রুতি সবই ছিল তাতে। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গেও ভাল ফল করে দলের সাংসদ সংখ্যা বাড়াতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Feb 12, 2014, 10:36 PM IST

লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে আদিবাসীদের মন জয় করার চেষ্টাকরলেন মুখ্যমন্ত্রী। পাট্টা দেওয়া থেকে কলেজ, হাসপাতাল , গড়ে তোলা। শিক্ষায়-চাকরিতে সংরক্ষণের প্রতিশ্রুতি সবই ছিল তাতে। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গেও ভাল ফল করে দলের সাংসদ সংখ্যা বাড়াতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।

আদিবাসী ভোট বাদ দিয়ে জলপাইগুড়িতে ভাল ফল করা আদৌ সম্ভব নয়। সেকথা মনে রেখেই বুধবার জলপাইগুড়ি সফরে আদিবাসীদের জন্য ভুরি ভুরি প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এক মাসের মধ্যে তফশিলী উপজাতিদের জন্য সার্টিফিকেট,পাট্টা দেওয়া,আদিবাসীদের জন্য হিন্দিভাষী কলেজ,জলপাইগুড়িতে তিনটি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার কথাও জানিয়েছেন তিনি। আদিবাসীদের জন্য সরকার চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী। ডাবগ্রামে ফিল্ম সিটি গড়ার পরিকল্পনা, চা শ্রমিকদের জমির অধিকারের বিষয়েও চিন্তাভাবনা করছে সরকার।

লোকসভা ভোটের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের মাটি থেকে কেন্দ্র ও কংগ্রেস বিরোধী সুর চড়িয়েছেন তিনি।

.