যাত্রা উৎসবের অনুষ্ঠান মঞ্চে রাজ্যের ক্রমবর্ধমান নারী নির্যাতন নিয়ে নীরব মুখ্যমন্ত্রী, মমতার মুখে প্রশাসনিক সীমাবদ্ধতার কথা

রাজ্যে ঘটে চলেছে একের পর এক নারী নির্যাতন। আইন-শৃঙ্খলা ইস্যুতে বারবার কাঠগড়ায় উঠে আসছে রাজ্য প্রশাসন। এই পরিস্থিতিতে বারাসতের একটি অনুষ্ঠানে গিয়ে প্রশাসনিক সীমাবদ্ধতার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, প্রশাসন একা সব কিছু করতে পারে না। মানুষেরও একটা দায়িত্ব আছে।

Updated By: Feb 6, 2014, 11:15 PM IST

রাজ্যে ঘটে চলেছে একের পর এক নারী নির্যাতন। আইন-শৃঙ্খলা ইস্যুতে বারবার কাঠগড়ায় উঠে আসছে রাজ্য প্রশাসন। এই পরিস্থিতিতে বারাসতের একটি অনুষ্ঠানে গিয়ে প্রশাসনিক সীমাবদ্ধতার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, প্রশাসন একা সব কিছু করতে পারে না। মানুষেরও একটা দায়িত্ব আছে।

পার্কস্ট্রিট থেকে কাটোয়া, কামদুনি থেকে মধ্যমগ্রাম, লাভপুর থেকে আমতা। রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় মুখ পুড়েছে রাজ্য সরকারের। আইন-শৃঙ্খলা রক্ষায় রাজ্য প্রশাসনের ব্যর্থতা নিয়ে সরব হয়েছে একাধিক মহল। তবু নির্যাতন রুখতে দুষ্কৃতীদের বিরুদ্ধে কার্যত কোনও কড়া বার্তাই দেননি মুখ্যমন্ত্রী। উল্টে তাঁর মন্তব্যে বিতর্ক বেড়েছে।

বৃহস্পতিবার বারাসতে যাত্রা উত্সবের অনুষ্ঠানমঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বললেন প্রসাসনিক সীমাবদ্ধতার কথা।

হঠাত কেন প্রশাসনিক সীমাবদ্ধতা নিয়ে এমন মন্তব্য? বিরোধী শিবিরের অভিযোগ, ধর্ষণ থেকে রাজনৈতিক হিংসা, টেট দুর্নীতি থেকে কলেজ ভোটে নৈরাজ্য, একাধিক ঘটনায় কাঠগড়ায় উঠে এসেছে শাসকদলের নাম। বিরোধীদের অভিযোগ, অপরাধ দমনে কড়া বার্তা না দিয়ে উল্টে তা আড়াল করছে রাজ্য সরকার। অজুহাত খাড়া করছেন মুখ্যমন্ত্রী। বারাসতে যাত্রা উত্সবের মঞ্চে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকেও অজুহাত হিসেবে দেখছে বিরোধী শিবির।

.