`নতুন অধ্যায়, নতুন অঙ্ক`, প্রতিক্রিয়া মমতার
হাওড়া লোকসভা উপ-নির্বাচনে একা লড়াই করে জিতেছে তৃণমূল। এটা একটা "নতুন অধ্যায়। নতুন অঙ্ক।" মন্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
হাওড়া লোকসভা উপ-নির্বাচনে একা লড়াই করে জিতেছে তৃণমূল। এটা একটা "নতুন অধ্যায়। নতুন অঙ্ক।" মন্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
হাওড়া লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ের পর স্বভাবতই উচ্ছ্বসিত তৃণমূল প্রার্থী। ২১ জুলাই হাওড়ায় লোকসভা উপনির্বাচনে জয়ের বিজয় উত্সব করবে তৃণমূল কংগ্রেস। একথা জানিয়েছেন জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তবে লোকসভা উপনির্বাচনে বামেদের ভোট বাড়ার কথা স্বীকার করে নিয়েছেন তিনি।
হাওড়া লোকসভা উপনির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, "কত গোলে জিতছি তা বড় কথা নয়, জিতছি এটাই বড় কথা। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা। "
হাওড়া লোকসভা নির্বাচনে ভাল ফলের বিষয়ে শেষপর্যন্ত আশাবাদী থেকেও হারতে হল বামপ্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য। তবে তাঁর দাবি, দুহাজার এগারোর বিধানসভা নির্বাচনে যেসব মানুষ বামেদের ছেড়ে গিয়েছিলেন, তাঁদের অনেকেই ফিরে এসেছেন।