ফ্ল্যাটের বারান্দায় ঢুকে অন্তঃসত্ত্বা মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা

সরকারি আবাসনেও দুষ্কৃতী হামলা থেকে রক্ষা পেলেন না অন্তঃসত্ত্বা মহিলা। ভর দুপুরে ফ্ল্যাটের বারান্দাতেই তাঁর শ্লীলতাহানীর চেষ্টা করল এক দুষ্কৃতী। অল্পের জন্য রক্ষা পেলেও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তিনি।

Updated By: Jan 16, 2014, 05:25 PM IST

সরকারি আবাসনেও দুষ্কৃতী হামলা থেকে রক্ষা পেলেন না অন্তঃসত্ত্বা মহিলা। ভর দুপুরে ফ্ল্যাটের বারান্দাতেই তাঁর শ্লীলতাহানীর চেষ্টা করল এক দুষ্কৃতী। অল্পের জন্য রক্ষা পেলেও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তিনি।

মঙ্গলবার দুপুরে স্নান সেরে কাপড় মেলতে এসেছিলেন তিনি। সরকারি আবাসন। অন্তত খাতায় কলমে নিরাপত্তা নিশ্ছিদ্র। তবু ঘটে গেল বিপত্তি। ফ্ল্যাটের বারান্দায় ঢুকে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করল ঢুকে এক দুষ্কৃতী।

৫ মাসের অন্তঃসত্ত্বা ওই মহিলা পেশায় নার্স। ঘটনায় হত চকিত হয়ে যান । কামদুনি, মধ্যমগ্রাম বা গাইঘাটার খবর পড়েছেন। কিন্তু তা বলে দুষ্কৃতী একেবারে তাঁর ঘরের দরজায়? ঘটনার সাক্ষী আবাসনের নিরপত্তারক্ষী।

সঙ্গে সঙ্গে থানায় ছুটে যায় পরিবার। কিন্তু পুলিসের হেলদোল নেই বলে অভিযোগ। মঙ্গলবার রাত থেকে হাসপাতালের বেডে শোয়া মহিলার দু চোখে এখন শুধুই আতঙ্ক । বৃহস্পতিবার তাঁকে দেখতে হাসপাতালে এসেছিলেন সিআইটিইউ নেতা শ্যামল চক্রবর্তী।

সংবাদ মাধ্যমে হইচই হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে নড়েচ়ডে বসেন পুলিসকর্তারা। শুরু হয়েছে তদন্ত। ক্যালেন্ডার ঘাঁটার প্রয়োজন নেই, নতুন বছরের প্রথম ১৬ দিনেই রাজ্যে কতগুলি নারী নির্যাতনের ঘটনা ঘটল, তা গুনে বলতে হবে। মহিলাদের নিরাপত্তা নিয়ে তবুও সরকার নিশ্চুপ।

.