রণংদেহি মোর্চা, পাহাড়ে শনিবার থেকে অনির্দষ্টকালীন বন‍্ধ

পাহাড়ে শনিবার থেকে অনির্দিষ্টকালীন বন‍্ধ ঘোষণা করল মোর্চা। ১৫ অগাস্ট ছাড়া আর এক দিনও এক ঘণ্টারও ছাড় দেওয়া হবে না বলে জানালেন মোর্চা সভাপতি বিমল গুরুং। পৃথক রাজ্য গোর্খাল্যান্ড গঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখবেন বলে স্পষ্ট জানালেন বিমল গুরুং।

Updated By: Aug 1, 2013, 09:50 AM IST

পাহাড়ে শনিবার থেকে অনির্দিষ্টকালীন বন‍্ধ ঘোষণা করল মোর্চা। ১৫ অগাস্ট ছাড়া আর এক দিনও এক ঘণ্টারও ছাড় দেওয়া হবে না বলে জানালেন মোর্চা সভাপতি বিমল গুরুং। পৃথক রাজ্য গোর্খাল্যান্ড গঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখবেন বলে স্পষ্ট জানালেন বিমল গুরুং।
এর আগে পাহাড়ে বন‍্ধ নিয়ে সুর কিছুটা নরম করে মোর্চা। আগামী শনিবার থেকে লাগাতার বনধের পরিবর্তে এবার ৯৬ ঘণ্টার বনধের ডাক দেয় মোর্চা নেতৃত্ব। কিন্তু তারপরেই সিদ্ধান্ত বদল করে ফের অনির্দিষ্টকালীন বনধের সিদ্ধান্তেই ফিরে গেলেন মোর্চা সুপ্রিমো।
কংগ্রেস ওয়ার্কিং কমিটি পৃথক তেলেঙ্গানা গঠনে সবুজ সঙ্কেত দেওয়ার পর থেকেই উত্তপ্ত পাহাড়। গোর্খাল্যান্ডের দাবিতে অনড় মোর্চা নেতৃত্ব ফের জোরদার আন্দোলনের পথে। ইতিমধ্যেই জিটিএ থেকে ইস্তফা দিয়েছেন বিমল গুরুং।
কেন্দ্রের ওপর চাপ বাড়াতে আগামিকাল দিল্লি যাচ্ছে মোর্চার প্রতিনিধি দল। তবে আগামী ১১ তারিখ দার্জিলিং-এ সমাবেশের ডাক দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা।

.