রাষ্ট্রপতির সামনেই রাজ্য সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে মোর্চা
এবার রাজ্য সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে GTA প্রধান বিমল গুরুং। রীতিমতো রাষ্ট্রপতির সামনেই ক্ষোভ উগরে দিলেন তিনি। রাজ্য সরকারের বিরুদ্ধে পাহাড়ে বিভাজনের রাজনীতির অভিযোগ এনেছেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো।
ওয়েব ডেস্ক : এবার রাজ্য সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে GTA প্রধান বিমল গুরুং। রীতিমতো রাষ্ট্রপতির সামনেই ক্ষোভ উগরে দিলেন তিনি। রাজ্য সরকারের বিরুদ্ধে পাহাড়ে বিভাজনের রাজনীতির অভিযোগ এনেছেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো।
এবারের পাহাড় সফরের শুরু থেকেই মোর্চার উপর চাপ বাড়াচ্ছিলেন মুখ্যমন্ত্রী। এ অবস্থায় গতকাল কামী, সকরি ও দামাই উপজাতিভুক্ত মানুষদের জন্য আরও তিনটি উন্নয়ন বোর্ড ঘোষণা করে চাপ আরও বাড়িয়ে দেন তিনি। এতে রীতিমতো ক্ষুব্ধ হন মোর্চা নেতারা। রাতে রাষ্ট্রপতির সম্মানে নৈশভোজেও উপস্থিত ছিলেন না গুরুং। তারপরেই আজ রাষ্ট্রপতির সামনে GTA-কে এড়িয়ে বোর্ড কেন? সে প্রশ্ন তুললেন মোর্চা সুপ্রিমো।
এদিকে, এভাবে রাষ্ট্রপতির সামনে তিনি প্রশ্ন তুললে পারেন কি না তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।