রাজ্যজুড়ে পুরভোট, ৯১ টি পুরসভার মতদান আজ

আজ রাজ্যের ৯১ টি পুরসভায় নির্বাচন। সকাল ৭ টা থেকে বিকেল তিনটে পর্যন্ত ভোটগ্রহণ। আঠারোটি জেলার ৩,৯৫১ ভোট গ্রহণ কেন্দ্রে বুথের সংখ্যা মোট ৮,৭৫৬। ভোট দেবেন ৭৩ লক্ষ ৯৪ হাজার ৩৫৪ জন। গত শনিবার কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে ভোট নেওয়া হয়। কলকাতা পুরভোটে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তোলে বিরোধী রাজনৈতিক দলগুলি। রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। আজকের ভোটেও সন্ত্রাসের আশঙ্কা করছে রাজ্যের বিরোধী শিবির। কমিশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, ৯১ টি পুরসভার ভোটে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। যে ভোট গ্রহণ কেন্দ্রে বুথের সংখ্যা ৪ টির কম, সেখানে মোতায়েন করা হচ্ছে ২ জন সশস্ত্র পুলিসকর্মী এবং ১ জন গার্ড। ৪ টির বেশি বুথ হলে, সেই ভোট গ্রহণ কেন্দ্রে রাখা হচ্ছে ১ জন অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর, ৪ জন বন্দুকধারি এবং ১ জন লাঠিধারি পুলিসকর্মী। স্পর্শকাতর এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। উত্তর চব্বিশ পরগনা, হুগলি এবং শিলিগুড়ির জন্য সাধারণ পর্যবেক্ষকদের পাশাপাশি থাকছেন বিশেষ পর্যবেক্ষক।  

Updated By: Apr 25, 2015, 08:59 AM IST
রাজ্যজুড়ে পুরভোট, ৯১ টি পুরসভার মতদান আজ

ওয়েব ডেস্ক: আজ রাজ্যের ৯১ টি পুরসভায় নির্বাচন। সকাল ৭ টা থেকে বিকেল তিনটে পর্যন্ত ভোটগ্রহণ। আঠারোটি জেলার ৩,৯৫১ ভোট গ্রহণ কেন্দ্রে বুথের সংখ্যা মোট ৮,৭৫৬। ভোট দেবেন ৭৩ লক্ষ ৯৪ হাজার ৩৫৪ জন। গত শনিবার কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে ভোট নেওয়া হয়। কলকাতা পুরভোটে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তোলে বিরোধী রাজনৈতিক দলগুলি। রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। আজকের ভোটেও সন্ত্রাসের আশঙ্কা করছে রাজ্যের বিরোধী শিবির। কমিশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, ৯১ টি পুরসভার ভোটে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। যে ভোট গ্রহণ কেন্দ্রে বুথের সংখ্যা ৪ টির কম, সেখানে মোতায়েন করা হচ্ছে ২ জন সশস্ত্র পুলিসকর্মী এবং ১ জন গার্ড। ৪ টির বেশি বুথ হলে, সেই ভোট গ্রহণ কেন্দ্রে রাখা হচ্ছে ১ জন অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর, ৪ জন বন্দুকধারি এবং ১ জন লাঠিধারি পুলিসকর্মী। স্পর্শকাতর এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। উত্তর চব্বিশ পরগনা, হুগলি এবং শিলিগুড়ির জন্য সাধারণ পর্যবেক্ষকদের পাশাপাশি থাকছেন বিশেষ পর্যবেক্ষক।  

 

.