কাল রাজ্যের ১২টি পুরসভার ভোট গণনা

কাল রাজ্যের ১২টি পুরসভার ভোট গণনা। গণনা শুরু সকাল আটটা থেকে। শনিবার বারোটি পুরসভার মোট ২৪৪টি ওয়ার্ডে ভোট নেওয়া হয়। ব্যাপক সন্ত্রাস ও ছাপ্পা ভোটের অভিযোগে বর্ধমান ও চাকদা পুরসভার সবকটি ওয়ার্ডে ভোট বয়কট করে বামেরা। পানিহাটি পুরসভার ভোট গণনা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে আরএসপি।

Updated By: Sep 23, 2013, 09:29 PM IST

কাল রাজ্যের ১২টি পুরসভার ভোট গণনা। গণনা শুরু সকাল আটটা থেকে। শনিবার ১২টি পুরসভার মোট ২৪৪টি ওয়ার্ডে ভোট নেওয়া হয়। ব্যাপক সন্ত্রাস ও ছাপ্পা ভোটের অভিযোগে বর্ধমান ও চাকদা পুরসভার সবকটি ওয়ার্ডে ভোট বয়কট করে বামেরা। পানিহাটি পুরসভার ভোট গণনা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে আরএসপি।
পানিহাটির কোনও বুথে কাউন্টিং এজেন্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য। আজ হাবড়ার ৪টি ও পানিহাটির চারটি বুথে নতুন করে ভোট নেওয়া হয়। ভোট গণনার সময় অশান্তি এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন। প্রতিটি গণনাকেন্দ্রে থাকছে সিসিটিভি।

.