গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে নাবার্ডের ঋণের সুবিধা নিতে ব্যর্থ রাজ্য

চলতি আর্থিক বছরে গ্রামীণ পরিকাঠামোগত উন্নয়ন খাতে নাবার্ডের ঋণের সুবিধা নিতেই পারল না রাজ্য। এখনও পর্যন্ত গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে প্রাপ্য ঋণের মাত্র ১৬% নিতে পেরেছে রাজ্য। রাজ্যের প্রকল্পগুলির কী অবস্থায় রয়েছে, তা জানতে চেয়ে তিনটি দফতরকে চিঠি দিয়েছে নাবার্ড।

Updated By: Oct 1, 2013, 11:01 PM IST

চলতি আর্থিক বছরে গ্রামীণ পরিকাঠামোগত উন্নয়ন খাতে নাবার্ডের ঋণের সুবিধা নিতেই পারল না রাজ্য। এখনও পর্যন্ত গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে প্রাপ্য ঋণের মাত্র ১৬% নিতে পেরেছে রাজ্য। রাজ্যের প্রকল্পগুলির কী অবস্থায় রয়েছে, তা জানতে চেয়ে তিনটি দফতরকে চিঠি দিয়েছে নাবার্ড।
চলতি আর্থিক বছরে গ্রামীন পরিকাঠামো উন্নয়ন খাতে নাবার্ডের কাছ থেকে প্রাপ্য ঋণের ৮৪% এখনও নিতে পারেনি রাজ্য সরকার।
২০১৩-১৪ আর্থিক বছরে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে ১১৫০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে রাজ্য সরকার।
গত ছমাসে বরাদ্দ থেকে রাজ্য ঋণ নিয়েছে মাত্র ১৮৩ কোটি ৮১ লক্ষ টাকা। অর্থাত্‍ মোট বরাদ্দের মাত্র ১৬% টাকা নিয়েছে রাজ্য সরকার।
বাকি ছমাসে খরচ করতে হবে আরও ৯৬৬.১৯ কোটি টাকা।
সম্প্রতি এই বিষয়ে একটি বৈঠক ডাকা হয় নাবার্ডেরতরফে। বৈঠকে ডাকা হয়কৃষি বিপণন, সমবায় এবং খাদ্য ও সরবরাহ দফতরের আধিকারিকদের। বৈঠকের জন্য নাবার্ডের তরফে পাঠানো চিঠিতে বলা হয়, প্রতিটি দফতরের জন্য বরাদ্দ এবং ইতিমধ্যে নেওয়া ঋণের মধ্যে কতটা ফারাক রয়েছে তার বিস্তারিত তথ্য দিতে হবে নাবার্ডকে।
দিতে হবে চালু প্রকল্পগুলির বিস্তারিত বিবরণ। যেসব প্রকল্পের কাজ ধীরগতিতে হচ্ছে ও যেগুলির কাজ শুরুই করা যায়নি সেগুলিরও বিস্তারিত তথ্য দিতে হবে নাবার্ডকে।
চালু প্রকল্পগুলির কাজে গতি এনে এবং নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার মাধ্যমে কিভাবে বরাদ্দ ঋণের টাকা পুরোটা কাজে লাগানো সম্ভব, সেবিষয়ে পরিকল্পনা তৈরির কথা বলে হয়েছে ওই চিঠিতে।
নাবার্ডের পরামর্শ না মানলে ফেরত যেতে পারে উন্নয়নের টাকা।
প্রশ্ন উঠছে, যখন মুখ্যমন্ত্রী প্রতিটি সভায় গ্রামীণ পরিকাঠামো তৈরিতে জোর দিচ্ছেন, কৃষক মান্ডিসহ একাধিক পরিকাঠামো তৈরির কথা বলছেন, তখন গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন খাতে নাবার্ডের বরাদ্দ করা এত বিপুল ঋণের টাকা কেন কাজে লাগাচ্ছে না বিভিন্ন দফতর।

Tags:
.