নারদকাণ্ডে জেলায় জেলায় আন্দোলন-বিক্ষোভে বিরোধীরা

নারদকাণ্ডে উত্তাল রাজ্য। জেলায় জেলায় আন্দোলন-বিক্ষোভে বিরোধীরা। দাবি, স্টিং অপারেশনে যাঁদের টাকা নিতে দেখা গিয়েছে, তাঁদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। উঠেছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও।

Updated By: Mar 15, 2016, 05:52 PM IST
নারদকাণ্ডে জেলায় জেলায় আন্দোলন-বিক্ষোভে বিরোধীরা

ওয়েব ডেস্ক: নারদকাণ্ডে উত্তাল রাজ্য। জেলায় জেলায় আন্দোলন-বিক্ষোভে বিরোধীরা। দাবি, স্টিং অপারেশনে যাঁদের টাকা নিতে দেখা গিয়েছে, তাঁদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। উঠেছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও।

নারদকাণ্ডে বিজেপির বিক্ষোভে তুলকালাম কাণ্ড হুগলির চুঁচুড়ায়। রবীন্দ্রনগরে জিটি রোড অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। দাবি ওঠে, অভিযুক্তদের গ্রেফতারির। চোখমুখ দেখে প্রতিক্রিয়া বোঝার উপায় নেই। ভোটের কর্মসূচি মেনেই এদিন বোলপুরে হাজির ছিলেন ফিরহাদ হাকিম। নারদকাণ্ডে খোদ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন শিলিগুড়ির মেয়র তথা এবার ভোটে বাম প্রার্থী অশোক ভট্টাচার্য।

নারদকাণ্ডে সোচ্চার কংগ্রেসও। অভিযুক্ত তৃণমূল নেতা-মন্ত্রীদের গ্রেফতারির দাবিতে মঙ্গলবার মালদহের মঙ্গলবাড়িতে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। নারদকাণ্ডে তোলপাড় প্রচার-পর্বও। আসানসোলে কুলটি বিধানসভার নিয়ামতপুরে, বিজেপির দেওয়াল লিখনেও উঠে এল সেই ছবি।

.