২৪ ঘণ্টার খবরের জেরে পুরনো ব্রিজ ভেঙে নতুন ব্রিজ তৈরির কাজ শুরু

চব্বিশ ঘণ্টার খবরের জের। হুগলির ধনেখালির গেটেগড়িয়ার পুরনো ব্রিজ ভেঙে নয়া ব্রিজ তৈরির কাজ শুরু হল। কিছুদিন আগে হোয়াটস অ্যাপ রিপোর্টার অনুষ্ঠানে প্রথম আমরাই তুলে ধরি, গেটেগড়িয়ার কংক্রিটের ব্রিজের বেহাল দশার ছবি। দীর্ঘদিন সংস্কারের অভাবে ভেঙে গিয়েছিল এই সেতু। এর ফলে সেতু ধরে যাতায়াতই যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছিল গোটা এলাকার বাসিন্দাদের কাছে।

Updated By: Nov 6, 2016, 10:37 PM IST
 ২৪ ঘণ্টার খবরের জেরে পুরনো ব্রিজ ভেঙে নতুন ব্রিজ তৈরির কাজ শুরু

ওয়েব ডেস্ক: চব্বিশ ঘণ্টার খবরের জের। হুগলির ধনেখালির গেটেগড়িয়ার পুরনো ব্রিজ ভেঙে নয়া ব্রিজ তৈরির কাজ শুরু হল। কিছুদিন আগে হোয়াটস অ্যাপ রিপোর্টার অনুষ্ঠানে প্রথম আমরাই তুলে ধরি, গেটেগড়িয়ার কংক্রিটের ব্রিজের বেহাল দশার ছবি। দীর্ঘদিন সংস্কারের অভাবে ভেঙে গিয়েছিল এই সেতু। এর ফলে সেতু ধরে যাতায়াতই যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছিল গোটা এলাকার বাসিন্দাদের কাছে।

আরও পড়ুন লজ্জা শুধু নারীর ভূষণ, পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া!

বাসিন্দাদের অভিযোগ ছিল, বারবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। এখন অবশ্য খবর সম্প্রচারের পর উদ্যোগী হয় প্রশাসন। পুরনো ব্রিজ ভেঙে নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে। খুশি এলাকার মানুষ।

আরও পড়ুন  কথা অনেকেই দিয়েছিলেন, প্রচারও হয়েছিল, তবুও ভাল নেই সিদ্দিকা

.