বর্ধমানকাণ্ডে গ্রেফতার অন্যতম অভিযুক্ত
বর্ধমানকাণ্ডের অন্যতম অভিযুক্ত আমজাদ আলি সন্দেহে এক যুবককে আটক করল এনআইএ। আমজাদ আলি বর্ধমানে জঙ্গিদের মূল রাসায়নিক সরবরাহকারী ছিল । কলকাতা পুলিসের এসটিএফ সূত্রে খবর পেয়ে গতকাল বিকেলে লালকেল্লা সংলগ্ন অঞ্চল থেকে ওই যুবককে আটক করে এনাইএ।
বর্ধমান: বর্ধমানকাণ্ডের অন্যতম অভিযুক্ত আমজাদ আলি সন্দেহে এক যুবককে আটক করল এনআইএ। আমজাদ আলি বর্ধমানে জঙ্গিদের মূল রাসায়নিক সরবরাহকারী ছিল । কলকাতা পুলিসের এসটিএফ সূত্রে খবর পেয়ে গতকাল বিকেলে লালকেল্লা সংলগ্ন অঞ্চল থেকে ওই যুবককে আটক করে এনাইএ।
বীরভূমের কীর্ণাহারের বাসিন্দা আমজাদ পেশায় মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ। কলকাতার শেক্সপিয়র সরণির AK ট্রেডার্স নামে সংস্থায় সে কাজ করত। থাকত মগরাহাটের মল্লারহাটে। কোম্পানির ভুয়ো কাগজ দেখিয়ে রাসায়নিক সংগ্রহ করে জঙ্গিদের সরবরাহ করত আমজাদ। বর্ধমানের ঘটনার পর থেকেই খোঁজ নেই তাঁর। এনআইএর দাবি দিল্লিতে ধৃতের সঙ্গে আমজাদ আলির প্রচুর মিল রয়েছে। তাকে জেরা করছেন এনআইএর তদন্তকারীরা।