ভাঙড়ে গোষ্ঠী সংঘর্ষ, মৃত ২

তৃণমূলের গোষ্ঠী  সংঘর্ষে ফের  উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। আজ ভাঙড়ের  ব্যাওতা গ্রামে প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম ও তার বিরোধী  গোষ্ঠীর সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। বোমা, গুলির লড়াইয়ে জখম অন্তত কয়েকজন। পঞ্চায়েত প্রধান পাঁচু মণ্ডলের বাড়ি ভাঙচুর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। ভয়ে ছেলেকে নিয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন ওই পঞ্চায়েত প্রধান।  জানা গেছে,ব্যাওতা গ্রাম পঞ্চায়েত এখন তৃণমূলেরই দখলে। কিন্তু কয়েকদিন আগে প্রধান পাঁচু মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা আনে পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের একাংশ।

Updated By: Oct 25, 2014, 04:12 PM IST
ভাঙড়ে গোষ্ঠী সংঘর্ষ, মৃত ২

ভাঙড়: তৃণমূলের গোষ্ঠী  সংঘর্ষে ফের  উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। আজ ভাঙড়ের  ব্যাওতা গ্রামে প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম ও তার বিরোধী  গোষ্ঠীর সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। বোমা, গুলির লড়াইয়ে জখম অন্তত কয়েকজন। পঞ্চায়েত প্রধান পাঁচু মণ্ডলের বাড়ি ভাঙচুর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। ভয়ে ছেলেকে নিয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন ওই পঞ্চায়েত প্রধান।  জানা গেছে,ব্যাওতা গ্রাম পঞ্চায়েত এখন তৃণমূলেরই দখলে। কিন্তু কয়েকদিন আগে প্রধান পাঁচু মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা আনে পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের একাংশ।

তারপর থেকেই এলাকায় উত্তেজনা বাড়ছিল। আজ ব্যাওতায় আরাবুল ও তার বিরোধী বলে পরিচিত ওহিদুল ইসলামের সমর্থকরা বোমা, গুলি নিয়ে রীতিমতো মুখোমুখি লড়াইয়ে নেমে পড়ে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান আরাবুলপন্থী বাপন মণ্ডল। অন্যদিকে পঞ্চায়েত প্রধান পাঁচু মণ্ডলের ঘনিষ্ঠ রমেশ ঘোষালেরও সংঘর্ষে মৃত্যু হয়। ঘটনার জন্য পাঁচু মণ্ডল সরসরি আরাবুল ইসলামকেই দায়ী করেছেন। আরাবুল অবশ্য ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠযীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

তৃণমূলের পঞ্চায়েত প্রধানপাঁচু মণ্ডলকে সরাতে চাইছে তৃণমূলেরই আরাবুল গোষ্ঠী। তার জেরে ভাঙড় যখন সংঘর্ষে কাঁপছে, তথন প্রাণভয়ে পালালেন পাঁচু মণ্ডল। পালালোর পথে পড়ে গেলেন চব্বিশ ঘণ্টার ক্যামেরার মুখে। আতঙ্কে দিশাহারা পঞ্চায়েত প্রধান ক্যামেরার সামনে করে গেলেন গুরুতর অভিযোগ। আরাবুল তাঁকে মেরে ফেলতে চাইছে।

 

.