ফের শো-কজ কমিশনের, পার্টি অফিসের ভিতরে চলছে অনুব্রতর 'গুড় বাতাসা'
নির্বাচন কমিশনের নির্দেশে আজ থেকে নজরবন্দি বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি। তবুও হুমকি চলছেই। একের পর এক হুমকির অভিযোগে ফের অনুব্রতকে শো-কজ কমিশনের।
ওয়েব ডেস্ক: নির্বাচন কমিশনের নির্দেশে আজ থেকে নজরবন্দি বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি। তবুও হুমকি চলছেই। একের পর এক হুমকির অভিযোগে ফের অনুব্রতকে শো-কজ কমিশনের।
তাঁর ওপর নজর রাখতে হাজির সব, ম্যাজিস্ট্রেট থেকে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু সেটা বাড়িতেই। বাইরে চিত্রটা অন্যরকম। নানুরে তৃণমূল পার্টি অফিসের বাইরে ম্যাজিস্ট্রেট, ভিডিওগ্রাফার, আধা সেনার জওয়ান। আর ভিতরে অনুব্রত মণ্ডলের গুড়-বাতাসা। দরজা বন্ধ করে গোপন মিটিং সেরে নিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। এটাই কি নজরবন্দির নমুনা? প্রশ্ন করতে রীতিমতো তোতলালেন সিউড়ির ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃন্ময় দাস। তিনি কমিশনের নির্দেশই পালন করছেন। কোনওরকমে বলে দায় সারলেন মৃন্ময়। কমিশনের নজরবন্দির নামে রীতিমতো প্রহসন চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা।