রাজ্যে ফের আক্রান্ত প্রতিবাদী

ফের আক্রান্ত প্রতিবাদী। বেআইনি মদ, গাঁজা , বিক্রির প্রতিবাদ করায় এক প্রৌঢ়কে খুনের চেষ্টার অভিযোগ উঠল। অভিযুক্ত এক মদ ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের জাঙ্গালিয়া এলাকায়। তদন্তে নেমে পুলিস অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Updated By: Sep 1, 2016, 09:29 PM IST
রাজ্যে ফের আক্রান্ত প্রতিবাদী
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : ফের আক্রান্ত প্রতিবাদী। বেআইনি মদ, গাঁজা , বিক্রির প্রতিবাদ করায় এক প্রৌঢ়কে খুনের চেষ্টার অভিযোগ উঠল। অভিযুক্ত এক মদ ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের জাঙ্গালিয়া এলাকায়। তদন্তে নেমে পুলিস অভিযুক্তকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন- 'তালিবানি বর্বরতা' এ রাজ্যে!

ওই এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনি মদ, গাঁজার ব্যবসা করার অভিযোগ রয়েছে সুরত আলি নামে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। আর এর ফলেই এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল বলে অভিযোগ বাসিন্দাদের। সেই কারণেই প্রতিবাদ করেন সেলিম লস্কর নামে ওই প্রৌঢ়। এরপরই বাড়ি ফেরার পথে সেলিমবাবুকে অতর্কিতে ধারাল অস্ত্রের কোপ মারে সুরত আলি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সেলিমবাবু। খবর পেয়ে সেখানে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। তাঁকে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। খবর পেয়ে সেখানে আসে জয়নগর থানার পুলিস। গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

.