সিআরপিএফের গুলিতে বুথে প্রাণ হারালেন একজন - LIVE

সকাল ৭টা: হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষীণ ২৪ পরগনায় শুরু হল ভোট গ্রহণ।

Updated By: Jul 19, 2013, 07:03 AM IST

রাজ্যে পঞ্চায়েত ভোটের আজ তৃতীয় দফা। আজ ভোটগ্রহন হাওড়া ও দুই ২৪ পরগনায়। সকাল ৭টা থেকে একযোগে তিন জেলায় ভোট শুরু। প্রথম দু`দফায় অনেক বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যায়নি। এবারে কমিশনের আর্জি মেনে আরও ৪৫ কোম্পানি আধাসেনা পাঠিয়েছে কেন্দ্র। ফলে তৃতীয় দফায় গোলমালের প্রায় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বন্দোবস্ত করেছে কমিশন। কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে এ বারও কার্যত ঠুঁটো জগন্নাথ করে রাখা হল।
ভোটের প্রতিমুহূর্তের খবর-
৯.১৮: বুথের মধ্যেই সিআরপিএফের গুলিতে নিহত এক। জয়নগরের দাঁড়া বাপুলির চক
প্রাথমিক স্কুলের ঘটনা। ভোটদানের গতি শ্লথ, বিক্ষোভ জানায় ভোটাররা। বিক্ষোভ
থামাতে লাঠি চালায় সিআরপিএফ।সিআরপিএফের গাড়ি ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা।
এরপরেই গুলি চালায় সিআরপিএফ।
৫.৫৫- দেগঙ্গায় আক্রান্ত সিপিআইএম জেলা পরিষদের প্রার্থী পাপড়ী দে। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
৪.৪৯- লক্ষ্মীকান্তপুরে খুন তৃণমূল কর্মী। মৃত ব্যক্তির নাম সনৎ ঘোষ। তাঁকে গুলি করে খুন করা হল। অভিযোগ সিপিআইএমের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার সিপিআইএমের।
৩.৪৫টা-- বোমার আঘাতে সিপিআইএম সমর্থকের মৃত্যু। মৃতের নাম মাদারবক্স মল্লিক। আমডাঙায় খুন এই সিপিআইএম সমর্থক।

৩.১৫টা-- ভোট লুঠের অভিযোগ তুলল বামফ্রন্ট। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বললেন, ১৯৭২ সালের পরিস্থিতি তৈরি হয়েছে।
দুপুর ৩টা- দুপুর তিনটে পর্যন্ত ভোটের হার হাওড়া ৫৫ শতাংশ, দ,২৪ পরগনা-৫৪ শতাংশ, উত্তর ২৪ পরগনা-৫৬ শতাংশ
২টা ৫৭: পঞ্চায়েত ভোটে তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে লেকটাউনের ভিআইপি রোড অবরোধ করল সিপিআইএম।
১টা ৪৭: শ্যামনগরে অবরোধকারী বামফ্রন্ট কর্মীদের তৃণমূলের হামলা। অবরোধকারীদের মেরে হটিয়ে দেওয়া হল।
১টা ২৬: বেলা ১টা অবধি ভোট পড়েছে হাওড়ায় ৪১.৩১% উত্তর ২৪ পরগণায় ৪০.৫ % দক্ষিণ ২৪ পরগণায়  ৩৮.১১%
১টা ৮: আমডাঙায় প্রিসাইডিং অফিসারকে মারধোর। ব্যালট বাক্স ছিনতাই। ফের ভোট করার ইঙ্গিত কমিশনের।
১টা: উত্তর ২৪ পরগণার বিলকান্দায় ১৭৬ ও ১৭৭ নম্বর বুথে উত্তেজনা।
১২টা ৫৭: প্রিসাইডিং অফিসারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বারাসতের এক গ্রামপঞ্চায়েতের সিপিআইএম প্রার্থী রূপা জানা গ্রেফতার।
১১টা ৩৫: শ্যামনগরে রেল অবরোধ করল বামফ্রন্ট।
১১টা ৩২:  আমডাঙা্র ৯৫ নম্বর বুথে সকাল সাড়ে ১১টার মধ্যেই ভোটগ্রহণ শেষ। ১০০% ভোট পড়েছে ওই কেন্দ্রে।
১১টা ১৫: সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল- হাওড়া: ২৭%; উঃ ২৪ পরগনা: ২৫%; দঃ ২৪ পরগনা: ৩৪%।
১১টা ১০: তৃণমূলের বাইক বাহিনীর দৌরাত্ম। ভোটারদের লাইনে দাঁড়াতে বাধা। তেঘরিয়া শশিভূষণ নিম্ন বুনিয়াদি স্কুলের ঘটনা। বিলকান্দা ১ নং পঞ্চায়েতে সন্ত্রাস শাসকদের।
সকাল ১১টা: উঃ ২৪ পরগনা জুড়ে সন্ত্রাসের অভিযোগ। তৃণমূলে বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ। ১৫০-২০০ বুথে একই ঘটনা। বুথের মধ্যে এজেন্টদের বসতে বাধা।
১০টা ২০: দক্ষিণ ২৪ পরগনায় অবাধে চলছে ছাপ্পা ভোট। ভোট দিতে গিয়ে অভিযোগ রেজ্জেক মোল্লার।
সকাল ১০টা: হাওড়ার বুথে ছাপ্পা ভোটের অভিযোগ। তৃণমূল কর্মীর সাহায্যে কর্মীর 'সাহায্য'। ভোট কর্মীদের সামনে 'সাহায্য'। অন্যের ভোট দিলেন তৃণমূল কর্মী জিয়ায়ুল হক। এক্সক্লুসিভ ছবি ২৪ ঘণ্টার হাতে।
৯টা ৪২: সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল- হাওড়া: ১২.৬%; উত্তর ২৪ পরগনা: ১১%; দক্ষিণ ২৪ পরগনা: ১৩%।
৯টা ৪০: বাম এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ। ১১টি বুথ থেকে এজেন্টের বের করে দেওয়ার অভিযোগ। উঃ ২৪ পরগনার হাড়োয়ার কুলটি এলাকার ঘটনা। বারাসত ১নং বুথে এজেন্টদের বার করে দেওয়া হল। শাসনের বুথগুলিতে সিপিআইএমের এজেন্টদের ধুকতে বাধা।
৯টা ৩৫: বুথ দখল করে অবাধে ছাপ্পা ভোটের অভিযোগ। উদয় নারায়ণপুরে সিংটি গ্রামপঞ্চায়েত দানা। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ।
৮টা ৪৫: বারাসতের কদম্বগাছিতে উত্তেজনা, ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ। বুথ ছেড়ে চলে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এলাকায় চলছে তৃণমূলের বাইক বাহিনীর দাপট।
৮টা ৪০: পাঁচলার আবু মোতাদুল হাই মাদ্রাসা, মধ্য ধুনকি পরি প্রাইমারি স্কুল সহ ১৫টি বুথে বিরোধী এজেন্টদের বাধা। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ।
৮টা ৩৫: জগাছা এলাকায় এজেন্টদের বসতে বাধা। হাওড়া বালির জগাছা স্কুলের বুথ। ২টি স্কুলের বুথে এজেন্টদের বসতে বাধা।
৮টা ৩২: হাওড়ার লিলুলার ৭টি বুথে উত্তেজনা। সিপিআইএম এজেন্টদের মারধর।
৮টা ২২: উত্তর ধূলাঘরে মুনসিপাড়া তিনটি বুথে সিপিআইএম কর্মীদের মারধরের অভিযোগ।
৮টা ১২: দঃ২৪ পরগনা ক্যনিং ২ ব্লকে বিরোধীশূন্য ভোট চলছে।  বিরোধী দের ক্যাম্প করতে দেওয়া হয়নি। বাধা দেওয়া হচ্ছে পোলিং এজেন্টদের। ভয় দেখানো হচ্ছে ভোটদাতাদেরও। নেই কেন্দ্রীয় বাহিনী।
৮টা ১০: হাওড়ার জগাছায় সিপিআইএম এজেন্টদের বসতে বাধা। বুথ থেকে মারধর করে বের করে দেওয়া হয় বলে খবর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
সকাল ৮টা: উত্তর ২৪ পরগনার হাবড়ার, বেড়বুম, আমডাঙা, পাঁচ পোতায় উত্তেজনা। এজেন্টদের মারধরের অভিযোগ।  
৭টা ৫৫: উত্তর ২৪ পরগনার হাড়োয়ার রাধানগরে বোমাবাজি, গুলি। উঃ ও দঃ পাড়ার ৬৬,৬৭ নম্বর বুথের ঘটনা। ভোট গ্রহণ শুরু হতেই বুথের বাইরে শুরু হয় অশান্তি। সিপিআইএম এজেন্টদের মারধর। বেশ কয়েকজনের মাথা ফেটেছে বলে খবর।
৭টা ৪০: বন্দুক থেকে আচমকা গুলি ছুটে মৃত এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ঘটনা উত্তর ২৪পরগনার একটি বুথে। ঘুমোতে ঘুমোতে আচমকা ট্রিগারে চাপ পরে দুর্ঘটনাটি ঘটে।
৭টা ৩০: ভাঙড়ে ভোট ঘিরে অশান্তি। পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ। বিভিন্ন জায়গায় সিপিআইএম এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। চলছে ছাপ্পা ভোট।
সকাল ৭টা: হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় শুরু হল ভোট গ্রহণ।

.