কাল পঞ্চায়েতের প্রথম দফার ভোটগ্রহণ

সকাল সাতটা থেকে জঙ্গলমহলের তিন জেলায় ভোট। ভোট হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে।  প্রথম দফার ভোটের জন্য মোট একশো ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।    

Updated By: Jul 10, 2013, 11:06 PM IST

সকাল সাতটা থেকে জঙ্গলমহলের তিন জেলায় ভোট। ভোট হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে।  প্রথম দফার ভোটের জন্য মোট একশো ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।  
 
পশ্চিম মেদিনীপুরে  জেলা পরিষদের আসন সংখ্যা সাতষট্টি। জেলার উনত্রিশটি পঞ্চায়েত সমিতিতে মোট আসন সংখ্যা সাতশো আটানব্ব্ই। এর মধ্যে একশো তেত্রিশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। দুশো নব্বইটি  গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা তিন হাজার আটশো ছেচল্লিশ।  
বাঁকুড়ায় জেলা পরিষদে আসন সংখ্যা ছেচল্লিশ। জেলায় বাইশটি পঞ্চায়েত সমিতিতে মোট আসন সংখ্যা পাঁচশো পঁয়ত্রিশ। এরমধ্যে একশো দশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। একশো নব্বইটি গ্রাম পঞ্চায়েতের ২,৫০৫টি আসন।  
পুরুলিয়ায় জেলাপরিষদে আসন সংখ্যা আটত্রিশ। জেলায় কুড়িটি পঞ্চায়েত সমিতিতে মোট আসন সংখ্যা চারশো ছেচল্লিশ। একশো সত্তরটি গ্রাম পঞ্চায়েতের এক হাজার নশো ৪৪ টি আসন।

.