বর্ধমানে গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে তৃণমূলের, প্রচারেও পিছিয়ে

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থীর সঙ্গে যোগাযোগ নেই দলের কর্মীদের একাংশের। তাঁকে চেনেনই না এলাকার মানুষ। অভিযোগ কালনার তৃণমূলের একগোষ্ঠীর। তাই প্রার্থীর হয়ে প্রচারে নামেননি তারা। অপছন্দের প্রার্থীকে নিয়ে ক্ষোভ নীচুতলার কর্মীদের একাংশের। এই অবস্থায় বিরোধীদের থেকে প্রচারে কার্যত পিছিয়ে শাসকদল।

Updated By: Mar 30, 2014, 09:05 AM IST

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থীর সঙ্গে যোগাযোগ নেই দলের কর্মীদের একাংশের। তাঁকে চেনেনই না এলাকার মানুষ। অভিযোগ কালনার তৃণমূলের একগোষ্ঠীর। তাই প্রার্থীর হয়ে প্রচারে নামেননি তারা। অপছন্দের প্রার্থীকে নিয়ে ক্ষোভ নীচুতলার কর্মীদের একাংশের। এই অবস্থায় বিরোধীদের থেকে প্রচারে কার্যত পিছিয়ে শাসকদল।

প্রার্থী নিয়ে অসন্তোষ দলেরই অন্দরে। তাই তাঁর হয়ে ভোটপ্রচারে নারাজ বর্ধমানের কালনার তৃণমূলের এক গোষ্ঠী। মিটিং-মিছিল দূর অস্ত, বেশিরভাগ দেওয়াল চুনকাম করা হলেও অধিকাংশ দেওয়ালে এখনও দলীয় প্রার্থীর নাম লেখা হয়নি। শাসকদলের এক গোষ্ঠীর অভিযোগ, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুনীল মণ্ডলের সঙ্গে কোনও যোগাযোগই নেই তাঁদের। তাঁকে চেনেনই না কালনার মানুষ।

তবে কালনার উল্টো চিত্র ঝাড়গ্রামে। ৩১ মার্চ মুখ্যমন্ত্রীর সফরের আগে দলে গোষ্ঠীকোন্দল মেটানোর উদ্যোগ নিয়েছেন তৃণমূল প্রার্থী উমা সরেন। বিবদমান সব গোষ্ঠীর নেতৃত্বকে এক ছাতার তলায় এনে ঝাড়গ্রাম শহরে পদযাত্রা করেন তিনি।

.