মুর্শিদাবাদে ফের গোষ্ঠীদ্বন্দ্বের গান শুনলেন ইন্দ্রনীল সেন

মুর্শিদাবাদে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের গান শুনলেন ইন্দ্রনীল সেন। তৃণমূলের তারকা-প্রার্থীর সামনেই তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন দলের দুই বিবদমান গোষ্ঠীর সমর্থকেরা। যার জেরে কর্মিসভার কাজ বেশ কিছুক্ষণ বন্ধ করে দিতে হয়। গতকাল বিকেলে কর্মিসভা ছিল নওদার আম বাগানে। সভার মাঝেই প্রতিবাদ শুরু করেন তৃণমূল নেত্রী জ্যোত্‍স্না সেনের সমর্থকেরা। অভিযোগ, প্রচারে কোনও গুরুত্বই পাচ্ছেন না তাঁরা।

Updated By: Mar 30, 2014, 10:35 AM IST

মুর্শিদাবাদে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের গান শুনলেন ইন্দ্রনীল সেন। তৃণমূলের তারকা-প্রার্থীর সামনেই তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন দলের দুই বিবদমান গোষ্ঠীর সমর্থকেরা। যার জেরে কর্মিসভার কাজ বেশ কিছুক্ষণ বন্ধ করে দিতে হয়। গতকাল বিকেলে কর্মিসভা ছিল নওদার আম বাগানে। সভার মাঝেই প্রতিবাদ শুরু করেন তৃণমূল নেত্রী জ্যোত্‍স্না সেনের সমর্থকেরা। অভিযোগ, প্রচারে কোনও গুরুত্বই পাচ্ছেন না তাঁরা।

নওদা ব্লক তৃণমূল সভাপতি টিপু খানের প্রচারের গুরুত্ব পাচ্ছেন না বলে অভিযোগ তুলে একটি গোষ্ঠীর নেতৃত্বকে কর্মিসভায় আমন্ত্রণ না জানানো নিয়ে গণ্ডোগোলের সূত্রপাত হয়। এরপরই কথকাটাকাটিটে জড়িয়ে পড়েন জ্যোত্‍স্না সেন।

গত ২৬ মার্চই বহরমপুরের সিরাজবাগে তৃণমূলের কর্মিসভায় প্রকাশ্যেই বাগবিতন্ডায় জড়িয়ে পড়েছিলেন হুমায়ুন কবীর ও জ্যোতস্না সেন। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় খোদ তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনকে।

গান গেয়ে তখনকার মতো পরিস্থিতি সামাল দিলেও, গোষ্ঠী কোন্দল যে দলের অন্দরে বড় সমস্যা আঠাশ তারিখ কর্মী সভায় তা স্বীকার করে নেন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন।

.