বনদফতরের নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে জঙ্গলেও মাইক বাজিয়ে চলছে পিকনিক!

ডুয়ার্সের বিভিন্ন এলাকার পাশাপাশি জঙ্গলেও চলছে রমরমিয়ে পিকনিক। মাইক বাজিয়ে পিকনিকের পাশাপাশি ইতিউতি ছড়ানো হচ্ছে খাবারের প্লেট, গ্লাস, মদের বোতল, প্লাসটিক। পরিবেশ নষ্ট হওয়ায় জঙ্গল থেকে বেরিয়ে পড়ছে জীবজন্তুরা। নতুন বছরের শুরুতে ঠান্ডা উপভোগ করতে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় পিকনিক করতে যান বহু মানুষ। এপর্যন্ত ঠিক ছিল। কিন্তু বনদফতরের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে জঙ্গলেও মাইক বাজিয়ে চলছে পিকনিক।

Updated By: Jan 16, 2016, 06:34 PM IST
বনদফতরের নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে জঙ্গলেও মাইক বাজিয়ে চলছে পিকনিক!

ওয়েব ডেস্ক: ডুয়ার্সের বিভিন্ন এলাকার পাশাপাশি জঙ্গলেও চলছে রমরমিয়ে পিকনিক। মাইক বাজিয়ে পিকনিকের পাশাপাশি ইতিউতি ছড়ানো হচ্ছে খাবারের প্লেট, গ্লাস, মদের বোতল, প্লাসটিক। পরিবেশ নষ্ট হওয়ায় জঙ্গল থেকে বেরিয়ে পড়ছে জীবজন্তুরা। নতুন বছরের শুরুতে ঠান্ডা উপভোগ করতে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় পিকনিক করতে যান বহু মানুষ। এপর্যন্ত ঠিক ছিল। কিন্তু বনদফতরের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে জঙ্গলেও মাইক বাজিয়ে চলছে পিকনিক।

মালবাজারের গাজলডোবা ফরেস্টে দেখা গেল সেই ছবি। পিকনিকের পর জঙ্গলেই ছড়ানো থাকছে খাবারের প্লেট, গ্লাস, মদের বোতল। ফলে পরিবেশ নষ্ট হওয়ায় অনেকসময় জঙ্গল ছেড়ে বেরিয়ে আসছে জীবজন্তুরা। এবিষয়ে বারবার বনদফতরকে বলেও কোনও ফল হয়নি। তাই শনিবার নিজেরাই জঙ্গল পরিষ্কারে হাত লাগান ওদলাবাড়ির পরিবেশপ্রেমী সংগঠন নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সদস্যেরা। বনদফতর উদ্যোগী  না হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলেই আশঙ্কা পরিবেশপ্রেমীদের।

.