পুলিসের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ, এস আই কে মেরে হাসপাতালে পাঠাল বিএসএফের জওয়ানরা

সীমান্তে গরু পাচারকে কেন্দ্র করে রাজ্য পুলিস ও বিএসএফের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল  মুর্শিদাবাদের জলঙ্গি। বিএসএফের জওয়ানদের হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি জলঙ্গি থানার এক এসআই।

Updated By: Mar 22, 2015, 09:11 PM IST
পুলিসের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ, এস আই কে মেরে হাসপাতালে পাঠাল বিএসএফের জওয়ানরা

ওয়েবডেস্ক: সীমান্তে গরু পাচারকে কেন্দ্র করে রাজ্য পুলিস ও বিএসএফের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল  মুর্শিদাবাদের জলঙ্গি। বিএসএফের জওয়ানদের হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি জলঙ্গি থানার এক এসআই।

  গতকাল রাত্রে পুলিস হানা দেয়  জলঙ্গির সরকার পাড়ায়।  গ্রামে  গ্রামবাসীদের একাংশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিস । এই অবস্থায় পুলিসকে আক্রমন করে বিএসএফ জওয়ানরাও। আহত হন একজন এস আই। গ্রামবাসীরা জানিয়েছেন, গ্রামের এক রাজনৈতিক নেতার সঙ্গে হাত মিলিয়ে সরাসরি গরু পাচারে অংশ নেয় জলঙ্গি থানার পুলিস কর্মীরা। গ্রামবাসী ও বিএসএফ কর্মীরা পাচারে বাধ দিলে ঝামেলা শুরু হয়। পরে সকালে ফের গ্রামে যায় পুলিস। গ্রামবাসীদের অভিযোগ তল্লাসির নামে পুলিস অত্যাচার চালাচ্ছে। এদিকে পুলিসের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগে আজ সকালে থানায় বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।

.