সালিশি সভায় দুই গোষ্ঠীর গোলমাল ঠেকাতে মার খেল পুলিস
সালিশি সভায় তৃণমূলের দুই গোষ্ঠীর গোলমাল থামাতে গিয়ে মার খেলেন তিন পুলিস কর্মী। আহতদের মধ্যে রয়েছেন একজন এসএসআই। মারধরে গুরুতর আহত হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতার হাসপাতালে। সোমবার রাতে এঘটনা ঘটে পূর্ব মেদিনীপুরের ভগবনাপুরে। ভগবনাপুরের শিববাজার এলাকার বাসিন্দা শেখ খালেদ পেশায় দিনমজুর। সোমবার তিনি বকেয়া মজুরির টাকা চাইতে যান শেখ আয়ুবের কাছে।
সালিশি সভায় তৃণমূলের দুই গোষ্ঠীর গোলমাল থামাতে গিয়ে মার খেলেন তিন পুলিস কর্মী। আহতদের মধ্যে রয়েছেন একজন এসএসআই। মারধরে গুরুতর আহত হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতার হাসপাতালে। সোমবার রাতে এঘটনা ঘটে পূর্ব মেদিনীপুরের ভগবনাপুরে। ভগবনাপুরের শিববাজার এলাকার বাসিন্দা শেখ খালেদ পেশায় দিনমজুর। সোমবার তিনি বকেয়া মজুরির টাকা চাইতে যান শেখ আয়ুবের কাছে।
খালেদ ও আয়ুব দুজনেইতৃণমূল সমর্থক। অভিযোগ,টাকা না দিয়ে খালেদকে মারধর করে আয়ুবের লোকজন। এনিয়ে রাতেই সালিশি সভা বসে শিববাজার এলাকায়। সভায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান তিন পুলিসকর্মী। গোলমালে থামানোর চেষ্টা করলে দুপক্ষের লোকজনই মারধর করে তিন পুলিসকর্মীকে। পরে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়। এঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে ভগবনাপুর থানার পুলিস।