তোলা না দেওয়ায় পুলিসের হাতে মার খেলেন লরি চালক
পুলিসেরই বিরুদ্ধে উঠল তোলাবাজির অভিযোগ। টাকা না দেওয়ায়, বেধড়ক মারধর করা হল এক লরি চালককে। এই ঘটনা ঘিরে আজ রণক্ষেত্র হয়ে ওঠে মুর্শিদাবাদের মধুপুর। ক্ষুদ্ধ বাসিন্দারা, প্রায় আড়াই ঘণ্টা
চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন।
পুলিস চেয়েছিল একশো। লরি চালক দিচ্ছিলেন দশ টাকা। অভিযোগ, এতেই কর্তব্যরত ট্রাফিক পুলিসের সব রাগ গিয়ে পড়ে চালকের ওপর। প্রথমে চড় থাপ্পর, এরপর একের পর এক লাঠির ঘা। মুর্শিদাবাদে,
মধুপুর টোল ট্যাক্সের কাছে ওই ঘটনা দেখে চুপ থাকতে পারেননি এলাকার মানুষ।
চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে অনেক ক্ষণ চলে অবরোধ-বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে পৌছয় বহরমপুর থানার পুলিসবাহিনী। তাঁরা আশ্বাস দেন, তোলাবাজির অভিযোগ খতিয়ে দেখা হবে। অভিযুক্ত ট্রাফিক পুলিসদের
বিরুদ্ধেও তদন্ত হবে। এরপর ওঠে অবরোধ। কিন্তু কাঠগড়ায় যেখানে পুলিস নিজেই, সেখানে ব্যবস্থা নেওয়া হবে তো? নাকি চলতে থাকবে তোলাবাজি? প্রশ্ন বিক্ষোভকারীদের একাংশেরই।