ফের আলুচাষী আত্মঘাতী
ফের আলুচাষী আত্মঘাতী। আলুর দর না পাওয়ায়, মালদায় আত্মহত্যা। গতরাতে কীটনাশক খান বামনগোলার বাসিন্দা ভবেশ রায়। মহাজনের থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন তিনি। কিন্তু আলুর দর পড়ে যাওয়ায় দাম পাচ্ছিলেন না। শোধ করা যাচ্ছিল না মহাজনের ঋণ।
ওয়েব ডেস্ক: ফের আলুচাষী আত্মঘাতী। আলুর দর না পাওয়ায়, মালদায় আত্মহত্যা। গতরাতে কীটনাশক খান বামনগোলার বাসিন্দা ভবেশ রায়। মহাজনের থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন তিনি। কিন্তু আলুর দর পড়ে যাওয়ায় দাম পাচ্ছিলেন না। শোধ করা যাচ্ছিল না মহাজনের ঋণ।
পরিবারের দাবি, ঋণ শোধের জন্য লাগাতার চাপের কারণে মানসিক অবসাদের শিকার হয়ে আত্মহননের পথ বেছে নেন ভবেশ রায়। রাতেই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মালদা মেডিক্যাল কলেজে। সেখানেই আজ সকালে মৃত্যু হয় তাঁর।