দু'দুদিনের আলু উত্‍সবে আশার আলো দেখছেন আলুচাষীরা

Updated By: Feb 20, 2015, 10:57 AM IST
দু'দুদিনের আলু উত্‍সবে আশার আলো দেখছেন আলুচাষীরা

তারকেশ্বরে নাবার্ড ও বিবেকানন্দ সমবায় সমিতির যৌথ উদ্যোগে আলু উত্‍সবে ভালই সাড়া ফেলেছে আলুচাষীদের মধ্যে। উত্‍পাদন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত কোনও স্তরেই যাতে চাষীরা ক্ষতির মুখ না দেখেন সে ব্যাপারে সচেতন করাই ছিল আলু উতসবের মূল উদ্দেশ্য। তারকেশ্বরের কেশবচন্দ্র গ্রাম পঞ্চায়েতের মাঠে দু'দিন ধরে চলল আলু উত্সব।

নাবার্ড ও বিবেকানন্দ সমবায় সমিতির যৌথ উদ্যোগে শুরু হওয়া উত্সবে অংশ নেন প্রত্যন্ত অঞ্চলের আলুচাষীরাও। আলু উত্পাদন থেকে বিক্রি পর্যন্ত সবকিছু সম্পর্কে ধাপে ধাপে আলুচাষীদের সচেতন করার লক্ষ্যমাত্রা নিয়েই মাঠে নেমেছিলেন উদ্যোক্তারা। তবে উত্‍সবে অংশ নিয়েও পুরোপুরিভাবে আশঙ্কামুক্ত হতে পারছেন না আলুচাষীরা। এবারও ধসা রোগের থাবা থেকে আলু বাঁচাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এরপর রয়েছে লোকসানের বোঝা।

এই পরিস্থিতিতে সরকার যদি চাষীদের থেকে সরাসরি আলু কিনে নেয় তাহলে কিছুটা হলেও নিশ্চিন্ত বোধ করবেন চাষীরা।

 

.