বিশ্বভারতীর স্বতন্ত্রতা বজায় রাখার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি
রবীন্দ্রনাথের আদর্শকে সঙ্গী করে বিশ্বভারতীর স্বতন্ত্রতা বজায় রাখার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আজ ছিল বিশ্বভারতীর আটচল্লিশ তম সমাবর্তন অনুষ্ঠান।
রবীন্দ্রনাথের আদর্শকে সঙ্গী করে বিশ্বভারতীর স্বতন্ত্রতা বজায় রাখার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আজ ছিল বিশ্বভারতীর আটচল্লিশ তম সমাবর্তন অনুষ্ঠান।
৪৮ তম সমাবর্তনে মায়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী নোবেলজয়ী আন সাং সুকি,ভূটানের প্রাক্তন রাজা জিগমে সিংঘে ওয়াংচুক,চিনের অধ্যাপক ট্যান চুং, চিত্র পরিচালক আদূর গোপাল কৃষ্ণনন, মহাকাশবিজ্ঞানি কৃষ্ণস্বামী কস্তুরিরঙ্গন এবং প্রয়াত সঙ্গীতশিল্পী মান্না দে-কে দেশিকোত্তম সম্মাণে সম্মানিত করল বিশ্বভারতী। এই প্রথম সমাবর্তনে উপস্থিত থাকলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
রাষ্ট্রপতি মনে করিয়ে দিলেন, বিশ্বভারতীই দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যার আচার্য স্বয়ং প্রধানমন্ত্রী। বিশ্বভারতীর সেই স্বতন্ত্র স্বত্ত্বা রক্ষার উপরই জোর দিলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মনে করিয়ে দিলেন, আধুনিক শিক্ষাব্যবস্থার পাশেই ভিন্ন ধারার বিশ্ববিদ্যালয়ের ধারনা থেকেই পা ফেলেছিলেন রবীন্দ্রনাথ। এবার গগন অবনী পুরস্কার দেওয়া হয় ১৮ জনকে। স্নাতোকোত্তর পুরস্কার পান ১৮৫৯ জন ছাত্রছাত্রী।