এক দশক ধরে ৩৪টি হিন্দু মন্দির সংরক্ষণ করছেন এক মুসলিম
অখণ্ডতার শ্রেষ্ঠ নিদর্শন এটাই। বিক্ষিপ্তভাবে ধর্মন্ধতার বিষ যখন গোটা ভারতকে বিষায়িত করছে তখন অবসরপ্রাপ্ত পিওন মহম্মদ ইয়াসিন পাঠানের এক দশকের 'সাধনা' দৃষ্টান্ত রাখল বৈষম্যের মধ্যে ঐক্যের।
ওয়েব ডেস্ক: অখণ্ডতার শ্রেষ্ঠ নিদর্শন এটাই। বিক্ষিপ্তভাবে ধর্মন্ধতার বিষ যখন গোটা ভারতকে বিষায়িত করছে তখন অবসরপ্রাপ্ত পিওন মহম্মদ ইয়াসিন পাঠানের এক দশকের 'সাধনা' দৃষ্টান্ত রাখল বৈষম্যের মধ্যে ঐক্যের। ধর্মাচরণে মুসলিম। অথচ একটানা এক দশক ঐতিহ্যের ধারক এবং বাহক হয়ে কাজ করেছেন ইয়াসিন পাঠান। এখনও করছেন। প্রাচীন হিন্দু মন্দিরের সংরক্ষণ করছেন অবসরপ্রাপ্ত এই পিওন। আর তাঁর যত্নআত্তিতে ৩৪টি প্রাচীন হিন্দু মন্দির এখনও পর্যন্ত অক্ষত। আর গোটা ভারতের কাছে এই বিরল নজির স্থাপন করেছে পশ্চিমবঙ্গই।
WB: Retired school peon Mohd. Yasin Pathan leading movement for more than four decades to preserve and restore 34 Hindu Medieval Temples. pic.twitter.com/3FPp9M4U5c
— ANI (@ANI_news) October 27, 2016