নদী দখল করে আসানসোলে বাড়ি তৈরির দাদাগিরি জমি মাফিয়া, প্রোমোটারদের
নদী দখল করে চলছে বাড়ি তৈরি। আসানসোল শিল্পাঞ্চলে নুনিয়া ও গাড়ুই নদীতে এই নির্মাণের কারিগর জমি মাফিয়া ও প্রমোটাররা। নদীগুলিতে জলের অভাবে মার খাচ্ছে কৃষিকাজ। এলাকার একমাত্র শ্মশানেরও
অবস্থা তথৈবচ। প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। তাই আগামী দিনে বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন এলাকাবাসী। আসানসোল শিল্পাঞ্চলের মধ্যে দিয়ে বয়ে গেছে গাড়ু ই এবং নুনিয়া নদী।
একসময় নদীগুলিতে জল থাকলেও, বর্তমানে নদীগুলির বেশিরভাগ অংশই মজে গিয়েছে। অভিযোগ, নদীগুলিতে অবাধে চলছে আবর্জনা ফেলা এবং দখলদারি।
কৃষির কাজেও ব্যবহার করা হত এই দুই নদীর জল। কিন্তু এখন আর তা হয়না। এমনকী, নদীতে জল না থাকায় সমস্যায় পড়ছেন শ্মশান যাত্রীরাও। রেলপারের কসায় মহল্লা, মুখসদ্দি মহল্ল, ধাদকা, গোপালনগর,
কাল্লা, কল্যাণপুরসহ বেশ কয়েকটি এলাকায় চলছে অবৈধ নির্মাণ। খোদ আসানসোল পৌরনিগম এলাকাতেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ নির্মাণ চালিয়ে যাচ্ছে ভূ মাফিয়ারা। মজে যাওয়ায় বর্ষার জল ধরে
রাখতে পারে না নদীগুলি । অবিলম্বে প্রশাসন এবিষয়ে ব্যবস্থা না নিলে অল্প বৃষ্টিতেই বন্যা পরিস্থিতির আশঙ্কা করছেন আসানসোলের মানুষ।