দু`দিনের জন্য আন্দোলন শিথিল পাহাড়ে

পাহাড়ে দুদিনের জন্য আন্দোলন শিথিল করার সিদ্ধান্ত নিল গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটি।

Updated By: Sep 6, 2013, 11:07 PM IST

পাহাড়ে দুদিনের জন্য আন্দোলন শিথিল করার সিদ্ধান্ত নিল গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটি।
আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর পাহাড়ে জনজীবন স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কমিটি। পাহাড়ে আন্দোলন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে শুক্রবার প্রথমে মোর্চা কেন্দ্রীয় কমিটি ও পরে গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটির বৈঠক হয়। ১৩ সেপ্টেম্বর থেকে পাহাড়ে স্কুল-কলেজ খোলার অনুমতি ইতিমধ্যেই দেওয়া হয়েছে আন্দোলনকারীদের তরফে।
ছাত্রছাত্রীরা যাতে স্কুল কলেজে ফিরতে পারে তার জন্যই আন্দোলন শিথিল করা হচ্ছে বলে জানানো হয়েছে। 

.