বিধানসভার শীতকালীন অধিবেশনে বাদ রবীন্দ্রনাথ

সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ঘিরে ফের বিতর্ক। এবারও বিতর্কের মুখে শাসক দল তৃণমূল কংগ্রেস। নির্বাচিত বিধায়ক হওয়া সত্বেও বিধানসভার শীতকালীন অধিবেশনে হাজির থাকার সরকারি নোটিস পেলেন না রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

Updated By: Dec 7, 2012, 12:16 PM IST

সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ঘিরে ফের বিতর্ক। এবারও বিতর্কের মুখে শাসক দল তৃণমূল কংগ্রেস। নির্বাচিত বিধায়ক হওয়া সত্বেও বিধানসভার শীতকালীন অধিবেশনে হাজির থাকার সরকারি নোটিস পেলেন না রবীন্দ্রনাথ ভট্টাচার্য।
দিন কয়েক আগেই কৃষি দফতর থেকে তাঁকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ দফতরে মন্ত্রী করার পর রাজনীতি থেকে অবসরের কথা ঘোষণা করেন তিনি। এরপর তাঁর সঙ্গে কথা বলা তো দূরের কথা, সিঙ্গুরের মাস্টারমশাইয়ের বিরুদ্ধে পাল্টা আক্রমণে নামেন তৃণমূল নেতা বেচারাম মান্না। 
তবে নোটিস না পাওয়া নিয়ে  বিধানসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই বলেই জানিয়েছেন রবীন্দ্রনাথবাবু। পরিষদীয় দলের তরফেও তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন তিনি। তবে রাজনীতির থেকে সন্ন্যাস নেওয়ার কারণেই তিনি আর বিধানসভার অধিবেশনে হাজির থাকবেন না বলে জানিয়েছেন মাস্টারমশাই। রবীন্দ্রনাথবাবু জানিয়েছেন, সঠিক সময়েই তিনি স্পিকারকে তাঁর ইস্তফাপত্র দেবেন।

.