এনআরআইজিএ প্রকল্পের কাজ নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, রণক্ষেত্র সাঁইথিয়া
কারা পাবে এনআরইজিএ প্রকল্পের কাজ করানোর দায়িত্ব, তাই নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রণক্ষেত্র বীরভূমের সাঁইথিয়া থানার খেরুয়া গ্রাম। গত কয়েকদিন ধরেই এনিয়ে দুই গোষ্ঠীর সংঘাত চলছিল ওই গ্রামে। এ দিন তা চূড়ান্ত পর্যায়ে পৌছয়। বোমা তো ছিলই, বেরোল মাস্কেটও।
কারা পাবে এনআরইজিএ প্রকল্পের কাজ করানোর দায়িত্ব, তাই নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রণক্ষেত্র বীরভূমের সাঁইথিয়া থানার খেরুয়া গ্রাম। গত কয়েকদিন ধরেই এনিয়ে দুই গোষ্ঠীর সংঘাত চলছিল ওই গ্রামে। এ দিন তা চূড়ান্ত পর্যায়ে পৌছয়। বোমা তো ছিলই, বেরোল মাস্কেটও।
বোমা ফেটে সংঘর্ষ শুরু । বোমায় পর মাস্কেট। এভাবেই সোমবার দুপুরে রণক্ষেত্র হয়ে উঠল সাঁইথিয়ার খেরুয়া গ্রাম। কার হাতে থাকবে এনআরএজিএ প্রকল্পের টাকা খরচের অধিকার। এনিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূলের দুই গোষ্ঠী। চলেছে যথেচ্ছ বোমাবাজি। আরও বোমাও মজুত রাখা ছিল।
অনেক পরে আসরে নামে পুলিস। লাঠি নিয়ে পুলিস কর্মীরা তেড়ে যান দুপক্ষের দিকে। কিছুটা সরে গেলেও জায়গা ছাড়তে রাজি ছিল না কোনও পক্ষই। পুলিসের সামনেই দফায় দফায় চলল সংঘর্ষ। শেষ পর্যন্ত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিস।
এরপর বোমা নিষ্ক্রিয় করার কাজে নামল পুলিস। তবে কারা কাজের বরাত পাবে সে সমস্যার সমাধান হয়নি। বোমাও মজুতআছে। ফলে যেকোনওসময় ফের রণক্ষেত্র হয়ে উঠতে পারে খেরুয়া।