শ্রীমার আরাধনায় ভক্তসমাগম বেলুড় থেকে জয়রামবাটিতে

বেলুড়মঠে পালিত হল সারদা দেবীর ১৬০ তম জন্মতিথি। প্রতিবছরই পৌষ মাসের কৃষ্ণা সপ্তমীতে পালিত হয় তাঁর জন্মতিথি৷ আজ, শুক্রবার সকাল ৪.৪০ মিনিট থেকে মঙ্গলারতির মধ্য দিয়ে উত্‍সবের সূচনা হয়। আয়োজন করা হয় চণ্ডীপাঠ, বেদপাঠেরও।  বেলুড়মঠে সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সারদাদেবীর জন্মদিন পালিত হয় তাঁর জন্মভিটে জয়রামবাটিতেও। এই উপলক্ষে প্রভাতফেরি সহ একাধিক বর্ণাঢ্য অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

Updated By: Jan 4, 2013, 09:21 PM IST

বেলুড়মঠে পালিত হল সারদা দেবীর ১৬০ তম জন্মতিথি। প্রতিবছরই পৌষ মাসের কৃষ্ণা সপ্তমীতে পালিত হয় তাঁর জন্মতিথি৷ আজ, শুক্রবার সকাল ৪.৪০ মিনিট থেকে মঙ্গলারতির মধ্য দিয়ে উত্‍সবের সূচনা হয়। আয়োজন করা হয় চণ্ডীপাঠ, বেদপাঠেরও।  বেলুড়মঠে সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সারদাদেবীর জন্মদিন পালিত হয় তাঁর জন্মভিটে জয়রামবাটিতেও। এই উপলক্ষে প্রভাতফেরি সহ একাধিক বর্ণাঢ্য অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
হুগলির জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমা সারদা৷ তাঁর জন্মতিথি উপলক্ষে জয়রামবাটি মঠে ষোড়শপচারে আয়োজন করা হয় শ্রীমার পুজোর৷ সারাদিন ধরে নানা অনুষ্ঠান৷ ভোরে পুজো, তারপর প্রভাতফেরী৷ যোগ দেন ছাত্র-ছাত্রী সহ হাজার হাজার মানুষ৷ ভক্তিমূলক গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে প্রসাদ বিতরণের আয়োজন৷

.