কৃষিতে বিনিয়োগের লক্ষ্যে সয়েল ব্যাঙ্ক তৈরির পথে রাজ্য

ল্যান্ড ব্যাঙ্কের পর এবার সয়েল ব্যাঙ্ক। শিল্পের পর কৃষিতেও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে রাজ্যের এই নতুন উদ্যোগ। সয়েল ব্যাঙ্ক থেকে পছন্দের জমি বাছাই করে  বিনিয়োগ করতে পারবেন শিল্পপতিরা। তবে এক্ষেত্রে বিনিয়োগ হবে কৃষিভিত্তিক শিল্পে। শিল্পে বিনিয়োগ টানতে সরকারে আসার পরেই  ল্যান্ড ব্যাঙ্ক তৈরিতে জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য ছিল, শিল্পপতিদের পছন্দমতো জমিতে বিনিয়োগের সুযোগ করে দেওয়া।  সেই উদ্দেশ্য অবশ্য খুব একটা সফল হয়নি। সাড়ে তিন বছরে রাজ্যে শিল্পে বড় ধরনের বিনিয়োগ বিশেষ আসেনি। তবে কৃষিতে বিনিয়োগের বেশ কিছু প্রস্তাব এসেছে রাজ্যের হাতে। আগামী ছয় ও সাত জানুয়ারি রাজ্যে বড় ধরনের শিল্প সম্মেলনের আয়োজন করেছে সরকার। অন্য শিল্পের পাশাপাশি সেখানে খাদ্য প্রক্রিয়াকরণ ও কৃষিভিত্তিক শিল্পেও  বিনিয়োগের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে।

Updated By: Oct 21, 2014, 09:27 AM IST
কৃষিতে বিনিয়োগের লক্ষ্যে সয়েল ব্যাঙ্ক তৈরির পথে রাজ্য

ব্যুরো: ল্যান্ড ব্যাঙ্কের পর এবার সয়েল ব্যাঙ্ক। শিল্পের পর কৃষিতেও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে রাজ্যের এই নতুন উদ্যোগ। সয়েল ব্যাঙ্ক থেকে পছন্দের জমি বাছাই করে  বিনিয়োগ করতে পারবেন শিল্পপতিরা। তবে এক্ষেত্রে বিনিয়োগ হবে কৃষিভিত্তিক শিল্পে। শিল্পে বিনিয়োগ টানতে সরকারে আসার পরেই  ল্যান্ড ব্যাঙ্ক তৈরিতে জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য ছিল, শিল্পপতিদের পছন্দমতো জমিতে বিনিয়োগের সুযোগ করে দেওয়া।  সেই উদ্দেশ্য অবশ্য খুব একটা সফল হয়নি। সাড়ে তিন বছরে রাজ্যে শিল্পে বড় ধরনের বিনিয়োগ বিশেষ আসেনি। তবে কৃষিতে বিনিয়োগের বেশ কিছু প্রস্তাব এসেছে রাজ্যের হাতে। আগামী ছয় ও সাত জানুয়ারি রাজ্যে বড় ধরনের শিল্প সম্মেলনের আয়োজন করেছে সরকার। অন্য শিল্পের পাশাপাশি সেখানে খাদ্য প্রক্রিয়াকরণ ও কৃষিভিত্তিক শিল্পেও  বিনিয়োগের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে।

রাজ্যের কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু সোমবার জানিয়েছেন ''বড় বড় শিল্প সংস্থা ইদানিং কৃষিতেও বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। শ্যাম স্টিল ইতিমধ্যেই এবিষয়ে প্রস্তাব জমা দিয়েছে। চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা প্রস্তাব নিয়ে আসছেন রাজ্য সরকারের কাছে।''

সয়েল টেস্টিং ল্যাবরেটরি
কৃষি খামারে পিপিপি মডেলে বীজ উত্‍পাদন
কৃষি খামারের জলাশয়ে মত্‍স্য চাষ
সবজি-ফল-ফুল সংরক্ষণের জন্য হিমঘর তৈরি
জৈব সার উত্‍পাদন

মন্ত্রীর মতে, সবকটি জেলার মাটির ধরন সংক্রান্ত তথ্য সয়েল ব্যাঙ্কে দেওয়া থাকবে। সেই তথ্য কাজে লাগিয়ে জমি বাছাই করতে পারবেন বিনিয়োগকারীরা।

 

 

.