পারিবারিক অশান্তির জেরে সালিশি সভায় মারধর স্কুল শিক্ষককে

পারিবারিক অশান্তির জেরে সালিশি সভায় মারধর করা হল এক স্কুল শিক্ষককে। তাঁকে দিয়ে জোর করে জমি লিখিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দেউলপোতা গ্রামের। জেলা শাসক থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকে এনিয়ে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন অনিমেষ দাস নামের ওই শিক্ষক। মারধরে গুরুতর আহত হওয়ায় তাঁকে হলদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Updated By: Feb 26, 2014, 11:07 AM IST

পারিবারিক অশান্তির জেরে সালিশি সভায় মারধর করা হল এক স্কুল শিক্ষককে। তাঁকে দিয়ে জোর করে জমি লিখিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দেউলপোতা গ্রামের। জেলা শাসক থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকে এনিয়ে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন অনিমেষ দাস নামের ওই শিক্ষক। মারধরে গুরুতর আহত হওয়ায় তাঁকে হলদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশীদের কাছে পারিবারিক অশান্তির অভিযোগ জানিয়েছিলেন অনিমেষবাবুর স্ত্রী। এরপরই দেউলপোতা গ্রামে সালিশি সভা ডেকে তাঁকে মারধর করা হয়। সালিশি সভায় ছ-কাঠা জমি লিখিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। অনিমেষ বাবুর বৃদ্ধা মাকেও নিয়মিত হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

.